Taki Municipality: উপ পৌরপ্রধানকে সরানোর জল্পনা, টাকি পৌরসভায় চরম বিশৃঙ্খলায় নামল RAF

Taki Municipality: টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের ঘরে টাকি কাউন্সিলরদের বৈঠক ছিল। সেই বৈঠক ঘিরেই উত্তেজনা ছড়ায়। বাইরে গুজব ছড়ায়, ভাইসচেয়ারম্যান ফারুক গাজিকে সরিয়ে অন্য একজনকে সেই পদে আনা হবে।

Taki Municipality:  উপ পৌরপ্রধানকে সরানোর জল্পনা, টাকি পৌরসভায় চরম বিশৃঙ্খলায় নামল RAF
টাকি পৌরসভাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 2:19 PM

বসিরহাট: টাকি পৌরসভায় কাউন্সিলরদের বৈঠক নিয়ে বিশৃঙ্খলা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে তা নিয়ন্ত্রণে নামল র‍্যাফ, কর্মব‍্যাট ফোর্স। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের বিশাল বাহিনী। হঠাৎই টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান বদলের খবর ছড়াতেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। টাকি পৌরসভার মেনগেট বন্ধ করে বিক্ষোভ চলতে থাকে ভিতরে। প্রতিদিনকার মতো পৌর নাগরিকরা এদিন পৌরসভায় গিয়ে বাইরে থেকেই ফিরে যাচ্ছেন। ঘটনাস্থলে হাসনাবাদ থানার এসডিপিও দেবরাজ ঘোষের নেতৃত্বে বিশাল বাহিনী।

টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের ঘরে টাকি কাউন্সিলরদের বৈঠক ছিল। সেই বৈঠক ঘিরেই উত্তেজনা ছড়ায়। বাইরে গুজব ছড়ায়, ভাইসচেয়ারম্যান ফারুক গাজিকে সরিয়ে অন্য একজনকে সেই পদে আনা হবে। তা নিয়েই বাইরে উত্তেজনা ছড়ায়। ফারুকের অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও ভিতরের বৈঠক আদৌ কী নিয়ে, তা স্পষ্ট নয়।

কেবলমাত্র অনুমান থেকেই ফারুকের অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী।

বহিরাগতরা যাতে পৌরসভার মধ্যে না ঢুকতে পারেন, তার জন্য বন্ধ করে দেওয়া হয় পৌরসভার মূলগেট। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও নেতৃত্বেরই বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূল কাউন্সিলরা পৌরসভার ভিতরে রয়েছেন, তাই এই প্রতিবেদন লেখার সময়ে তাঁদেরও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।