Child Death: ‘হাসপাতালে যেতেই বাচ্চাটাকে ওরা ইঞ্জেকসন দিল, তারপর ঝিমিয়ে পড়ল, আর জাগল না…’
Child Death in North 24 pargana: মৃত শিশুটির নাম তামিরুদ্দিন মণ্ডল। বয়স ৩ বছর ১০ মাস। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই বাচ্চাটি শ্বাসকষ্টে ভুগছিল।
বারাসত: বেসরকারী হাসপাতালে শিশুমৃত্যুকে (Child Death) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। বারাসত নবপল্লী এলাকার ওই নার্সিংহোমে শিশুমৃত্যুকে ঘিরেই রাতভর চলে অশান্তি। পরে পুলিশ আসে এলাকায়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত শিশুটির নাম তামিরুদ্দিন মণ্ডল। বয়স ৩ বছর ১০ মাস। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই বাচ্চাটি শ্বাসকষ্টে ভুগছিল। এরপর এলাকারই এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হলে সেই চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি জানান যে, অক্সিজেন দিলেই শিশুটি ঠিক হয়ে যাবে। চিকিৎসকের কথা অনুযায়ী পরিবারের সদস্যরা দুপুর ২টো নাগাদ নিয়ে তামিরুদ্দিনকে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু পরিবারের অভিযোগ, দুপুর ২টো থেকে সন্ধে পর্যন্ত কোনও চিকিৎসা হয়নি।
এরপর সন্ধে গড়িয়ে রাত হতে শিশুটিকে একটি ইঞ্জেকসন দেওয়া হয়। আর তারপরই বাচ্চাটি ঝিমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর চিকিৎসকরা পরিবারের কাছে এসে জানায় শিশুটি আর বেঁচে নেই। মৃত্য়ু হয়েছে তার। খবর শোনার পরই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। চিকিৎসার গাফিলতিতেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাঁদতে-কাঁদতে শিশুটির বাবা জানান, “ওর একটু সর্দি হয়েছিল। ছোট থেকেই ওই চিকিৎসককে দেখাই আমরা। তিনিই বলেন হাসপাতালে দেখাতে। দুপুরে হাসপাতালে নিয়ে গেলেও ওরা কোনও ওষুধ দেয়নি। পরে সন্ধেবেলায় একটি ইঞ্জেকসন দেয়। ওই ইঞ্জেকসন দেওয়ার পরই নিস্তেজ হয়ে পড়ে। আর বাঁচানো যায়নি।”
আরও পড়ুন: Municipal Election Counting 2022: বহিষ্কৃত হয়েছিলেন ছেলে, ভোটে জিতে যোগ্য জবাব দিলেন মা