বরাহনগর: ইডি-র নজরে বরাহনগর ফকির ঘোষ লেনের FCI গোডাউন। এই গোডাউনে বহুদিন আগে অভিযান চালিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গোডাউনটি হিন্দুস্তান ফুড সাপ্লায়ারের নামে নথিভুক্ত।
সূত্রের খবর, ওই সংস্থার মালিক রাজেন্দ্রলাল মোদী ও সুশীল মোদী। গত ৫ বছর ধরে গোডাউনটি বন্ধ। সূত্রের খবর, গোডাউনে মজুত রয়েছে প্রচুর পরিমাণে গম। সেই গম নষ্ট হচ্ছে। এখান থেকে বরাহনগর ও পার্শ্ববর্তী অঞ্চলের রেশন দোকানে মাল সরবরাহ করা হত। তবে বিগত পাঁচ বছর ধরে এখান থেকে কোনও মাল সরবরাহ করা হয় না। কিন্তু বিল ভাউচার কাগজে-কলমে এই গোডাউনের ঠিকানাটা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ রামকৃষ্ণ পাল বলেন, “এখানে অনেকদিক আগে থেকেই ফুডের অফিস ছিল। এখানে অনেক গমের বস্তা আসত। আর রিটেলারা নিয়ে যেত। করোনার সময় বন্ধ হয়ে গিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক অভিযান চালিয়েছিলেন। তারপরই বন্ধ হয়ে যায়। মিশ্রাজী নামে একজন লোক ছিলেন তিনিই দেখাশোনা করতেন।”