Bangaon-Barasat: ৪০ মিনিটে বনগাঁ থেকে বারাসত, তৈরি হবে ফ্লাইওভার, পরিকল্পনার কথা জানালেন জ্যোতিপ্রিয়
Bangaon-Barasat Flyover: এই কাজের জন্য এক বছর রাস্তা বন্ধ রাখতে হবে, ফলে বিকল্প পথের ভাবনা ভাবছে সরকার। দোকান ভেঙে দিতে হলে সরকার সাহায্য করবে বলেও জানান তিনি।

বারাসত: হাওড়া-সল্টলেক মেট্রো রুট ঘিরে উন্মাদন তুঙ্গে। এরই মধ্যে বারাসত থেকে বনগাঁ পর্যন্ত উড়ালপুল তৈরির পরিকল্পনার কথা জানালেন বিধায়ক। যে রাস্তা যেতে প্রায় ২ ঘণ্টা লাগে, ফ্লাইওভার তৈরি হলে সেটাই পার করতে লাগবে মাত্র ৪০ মিনিট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ফ্লাইওভার তৈরির যে বেশিদিন বাকি নেই, সে কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার ‘আমাদের পাড়া আমাদের সমাধানে’ উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় জানান, আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে শুরু হবে বনগাঁ থেকে বারাসত পর্যন্ত উড়ালপুল তৈরির কাজ।
হাবড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেখানে গিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে যে টাকা দেওয়া হচ্ছে, এতে এলাকার মানুষের ছোট ছোট উন্নয়নগুলো করা যাবে। কারও আলোর প্রয়োজন, কারও ছোট রাস্তার প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে।” এছাড়াও আগামিদিনে বনগাঁ থেকে বারাসত-কাজিপাড়া পর্যন্ত উড়ালপুল হবে, হাবড়াতেও উড়ালপুল হবে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকলপ্না অনুসারে বনগাঁ থেকে বারাসত পর্যন্ত ফ্লাইওভার তৈরি হবে। মাত্র ৪০ মিনিটে পৌঁছনো যাবে বনগাঁ থেকে বারাসত। তিনি জানান, এই কাজের জন্য এক বছর রাস্তা বন্ধ রাখতে হবে, ফলে বিকল্প পথের ভাবনা ভাবছে সরকার। দোকান ভেঙে দিতে হলে সরকার সাহায্য করবে বলেও জানান তিনি। বিধায়কের দাবি, এই রাস্তা দিয়ে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গাড়ি যায়, তাই এই ফ্লাইওভার হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
