Habra Crime: ব্যবসায়ী বুঝেছিলেন কেউ অনুসরণ করছেন, বাইক কাছে আসতেই টাকার ব্যাগ ধরে টান… পরের ঘটনা রোমহর্ষক

Habra Crime: বাগজোলা থেকে টাকা নিয়ে হাবড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী স্বপন সাহা। পুলিশকে তিনি জানিয়েছেন, বাড়ির অনেকটা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁকে কেউ অনুসরণ করছিলেন। পিছন ফিরে বেশ কয়েকবার দেখেছিলেন তিনি

Habra Crime: ব্যবসায়ী বুঝেছিলেন কেউ অনুসরণ করছেন, বাইক কাছে আসতেই টাকার ব্যাগ ধরে টান... পরের ঘটনা রোমহর্ষক
হাবড়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 4:15 PM

উত্তর ২৪ পরগনা:  টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ ব্যবসায়ী। চতুর্থীর দিন ঘটনাটি ঘটে হাবড়ায়। তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,  বাগজোলা থেকে টাকা নিয়ে হাবড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী স্বপন সাহা। পুলিশকে তিনি জানিয়েছেন, বাড়ির অনেকটা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁকে কেউ অনুসরণ করছিলেন। পিছন ফিরে বেশ কয়েকবার দেখেছিলেন তিনি। কিন্তু কাউকে দেখতে পাননি। বুঝতেও পারেননি।

তারপর আবার তিনি বাড়ির দিকে এগোতে থাকে। অভিযোগ, তিনি দূর থেকে বাইকে কয়েকজনকে আসতে দেখেছিলেন। বাইকটা মুহূর্তের মধ্যে সামনে চলে আসে। হাতের ব্যাগটা নিয়ে টানাটানি শুরু করে। ব্যবসায়ী বাইকটা দিতে না চাইলে কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে বন্দুক বার করে গুলি চালিয়ে দেয়। ব্যবসায়ীর পায়ে গুলি লাগে।

গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। তাঁরা দেখেন ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। বাইক চম্পট দিয়েছে। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন, ব্যবসায়ীর পায়ের নীচে গুলি লেগেছে । হাবড়া থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকায় কোনও সিসিটিভি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। তবে পুজোর মধ্যেই এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।