Durga Pujo 2023: ভোরে ঠাকুর দেখতে বেরিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, মহিলার সঙ্গে যা-তা কাণ্ড

Lake Town: জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই মহিলা। লেক টাউনের একটি পুজো মণ্ডপ ঘুরে দেখছিলেন তিনি। অভিযোগ, মহিলা হাঁটার সময় থেকেই তিনজন যুবক তাঁকে অনুসরণ করছিলেন।

Durga Pujo 2023: ভোরে ঠাকুর দেখতে বেরিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, মহিলার সঙ্গে যা-তা কাণ্ড
দুর্গাপুজোর ভিড়Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 1:35 PM

লেকটাউন: ঠাকুর দেখতে বেরিয়েও শান্তি নেই! পুজো মণ্ডপে প্রথমে মহিলাকে অনুসরণ। তারপর ফাঁকতাল পেতেই তাঁর গলা থেকে হার ছিনতাইয়ের চেষ্টা। গ্রেফতার তিন অভিযুক্ত। লেকটাউনের একটি নামী পুজো মণ্ডপের ঘটনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই মহিলা। লেক টাউনের একটি পুজো মণ্ডপ ঘুরে দেখছিলেন তিনি। অভিযোগ, মহিলা হাঁটার সময় থেকেই তিনজন যুবক তাঁকে অনুসরণ করছিলেন। এরপরই সুযোগ পেয়ে ওই মহিলার থেকে গলার হার করার চেষ্টা করে। মহিলার চিৎকারে হাতেনাতে তিনজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা।

এরপরই লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতদের নাম মহম্মদ সিকান্দার,মহম্মদ ইমরান এবং মহাম্মদ তাসলিম নিউটাউন এলাকার বাসিন্দা। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।