Khardha Municipality: পৌরপ্রধানের বিরুদ্ধেই সরব কাউন্সিলর! খড়দহে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

Khardha Municipality: নন্দিতার আরও অভিযোগ, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডেও কাজ করতে দেওয়া হচ্ছে না। কাঠগড়ায় পুরপ্রধান নীলু সরকার। পুরপ্রধান নীলু সরকারের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কাউন্সিলার নন্দিতা সিনহা

Khardha Municipality: পৌরপ্রধানের বিরুদ্ধেই সরব কাউন্সিলর! খড়দহে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
খড়দহ পৌরসভা ডান দিকে কাউন্সিলরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 11:02 AM

খড়দহ:  প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পৌরপ্রধানের বিরুদ্ধেই কাজ করতে না দেওয়া, অসহযোগিতার অভিযোগ তুললেন এক কাউন্সিলর। অভিযোগ প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহার স্ত্রী কাউন্সিলর নন্দিতা সিনহার অভিযোগ, তাঁদের পৌরসভায় ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না।  তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে সরগরম খড়দহ বিধানসভা এলাকা। খড়দহ বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহার মৃত্যুর পর তাঁর স্ত্রী নন্দিতা সিনহাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়দহ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত করেন। তৃণমূলের টিকিটে জয়লাভ করেন নন্দিতা সিনহা। নন্দিতা সিনহা সরাসরি অভিযোগ করছেন পৌরসভায় তাঁর দফতরে কাজ করতে দেওয়া হচ্ছে না তাঁকে।

নন্দিতার আরও অভিযোগ, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডেও কাজ করতে দেওয়া হচ্ছে না। কাঠগড়ায় পুরপ্রধান নীলু সরকার। পুরপ্রধান নীলু সরকারের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কাউন্সিলার নন্দিতা সিনহা। তাঁর অভিযোগ, “আসলে চক্রান্ত করে রাজনীতির কেরিয়ারে আমাকে চেপে দেওয়া হচ্ছে। আমি কাজ করতে পারছি না। আমাকে কাজ করতেও দেওয়া হচ্ছে না।”

এ প্রসঙ্গে পুরপ্রধান নীলু সরকার এই ঘটনায় কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি। আর  এসবের মধ্যে পালে হাওয়া পেয়ে গিয়েছে বিজেপি। বিজেপি নেতা জয় সাহা বলেন, “একজন দলের কাউন্সিলর। সরাসরি তারই দলের পুরপ্রধানের দিকে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলছেন। কাজ করতে না দিলে এলাকার উন্নয়ন কী করে হবে? সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের এখন একটাই কালচার। একা খাবো।”