বাদুড়িয়া: জলাশয় ভরাট করে অট্টালিকা নির্মাণ করার অভিযোগ আগেও উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর এবার সেই অভিযোগ উঠল খোদ গ্রাম পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ। উঠেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। আর তার জেরে এলাকার জলনিকাশি ব্যবস্থা বন্ধ হয়েছে বলে অভিযোগ। বর্ষা হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা, বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকারি দফতরে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি বাসিন্দাদের।
বাদুড়িয়ার জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দিয়াড়া ১৫৫ নম্বর বুথে ঘটছে এই ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েকশ বছর ধরে উত্তর দিয়াড়া মৌজায় ৩৮৩ দাগে রয়েছে একটি পুকুর। কাগজে কলমেও ৩৮৩ দাগে পুকুরেরই উল্লেখ আছে। সেই পুকুর ভরাট করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত সদস্যা সোনালি গাইনের বিরুদ্ধে।
বাদুড়িয়া থানা এলাকার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যা সোনালী গাইনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুখ খুলতে চাননি। এরপর যোগাযোগ করা হয় গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে। জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা মণ্ডল জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।