খড়দহ: আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য। পথে নেমেছেন সাধারণ মানুষ। নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে যখন নিত্যদিন মিটিং-মিছিল চলছে। সেই আবহে এবার এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, ধর্ষণের সেই ভিডিয়ো ভাইরাল করার হুমকি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, খড়দহ থানা এলাকায় ওই মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের সময় সেই ভিডিয়ো তুলে রাখা হয়। তারপর তা দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেইল শুরু করেন দুই যুবক। এরপর নির্যাতিতা খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আগরপাড়া ও বেলঘরিয়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। ধৃতদের সোমবার ব্যরাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছএ।
এ প্রসঙ্গে চিকিৎসক কৌশিক রায় বলেন, “এত কিছু চলার পরও আমাদের কাছে এইরকম ঘটনা আসছে। এটা ভেবেই দুঃখ লাগছে। তবে নিদির্ষ্ট ভাবে এই ঘটনা নিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়।”