দুরন্ত-প্রেম! সন্দেশখালিতে খোঁজ মিলল শাহজাহানের মনের মানুষের! দেখুন তাঁকে

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2024 | 2:23 PM

Sandeshkhali: 'ভাই তোমার জন্য জীবন দিতে পারি' বলে মুহূর্তের মধ্যে ঝাঁপ দেন দুরন্ত। উঁচু থেকে পড়ে পা ভেঙে গিয়েছিল দুরন্তর। প্রায় মাসছয়েক হাসপাতালে ভর্তিও ছিলেন। দুরন্ত শাহজাহানের মন জয় করে নিয়েছিলেন। 

দুরন্ত-প্রেম! সন্দেশখালিতে খোঁজ মিলল শাহজাহানের মনের মানুষের! দেখুন তাঁকে
শেখ শাহজাহানের 'ভালবাসার' খোঁজ পেল CBI
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: শেখ শাহজাহান বাগে, এবার তাঁর ‘সহচরের’  বাড়িতে সিবিআই। সন্দেশখালির ডুগরি গ্রামে CFSL টিমকে নিয়ে শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযানে সিবিআই-এর টিম। সিবিআই জানতে পেরেছে, এই ‘সহচর’ শাহজাহানকে পাগলের মতো ভাসবাসেন। শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত। নাম আবুহোসেন মোল্লা ওরফে দুরন্ত আলি মোল্লা। সন্দেশখালির আকুঞ্জবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়ির অদূরে ডুগরি গ্রামে তাঁর বাড়ি। দুরন্ত শাহজাহানের সব কথা মেনে নিতেন। শুক্রবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে  তল্লাশির পাশাপাশি তাঁর ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি চলছে। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। তবে দুরন্ত পলাতক।

দুরন্ত শাহজাহানের কতখানি বিশ্বস্ত, এই প্রশ্নের প্রেক্ষিতে সরবেরিয়ার বাসিন্দারা একটি ঘটনার কথাই বলেন। বছরখানেক আগে শাহজাহানের প্রতি তাঁর আনুগত্য প্রমাণে পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন দুরন্ত! সরবেরিয়া হাইস্কুলের উল্টোদিকে শাহজাহানের আরেকটি বাড়ির নির্মীয়মাণ ছাদ থেকে ঝাঁপ দেন দুরন্ত।‌

দুরন্ত আলি মোল্লা

স্থানীয় বাসিন্দারাই বলছেন, শাহজাহান দুরন্তের কাছে জানতে চান, তাঁর জন্য কি জান দিতে পারবে দুরন্ত? এ কথা শোনা মাত্র ‘ভাই তোমার জন্য জীবন দিতে পারি’ বলে মুহূর্তের মধ্যে ঝাঁপ দেন দুরন্ত। উঁচু থেকে পড়ে পা ভেঙে গিয়েছিল দুরন্তর। প্রায় মাসছয়েক হাসপাতালে ভর্তিও ছিলেন। দুরন্ত শাহজাহানের মন জয় করে নিয়েছিলেন।
তদন্তকারীরা জানতে পেরেছেন, ৫ জানুয়ারি বাড়িতে যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন, তখন প্রথম শাহজাহান দুরন্তকেই ফোন করেছিলেন। একটি ফোনের খোঁজ পেতে চান তদন্তকারীরা। আর সেই খোঁজেই দুরন্তের বাড়িতে সিবিআই।

Next Article
Sandeshkhali: ফোনই সূত্র, আজ সন্দেশখালিতে সেই ঘাপটি মেরে থাকা ‘বাঘের’ ডেরায় CBI
Sandeshkhali: কেন সন্দেশখালির বাসিন্দা বলে তৃণমূলের মিছিলে যোগ? বিক্ষোভে তপ্ত রাজবাড়ি