Kakali Ghosh Dastidar: অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Kakali Ghosh Dastidar: রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ।

বারাসত: বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের দক্ষিণ বিধান নগর থানায়। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ। তিনি যে ভাষা প্রয়োগ করেন, সেই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়।
রবিবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায় উঠে আসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু অনেকে পেটে তাতে ব্যথা হচ্ছে। কয়েকজন অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন।” অমিত শাহর বক্তব্যের পাল্টা ময়দানে নামে তৃণমূলের মহিলা ব্রিগেড। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, “বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন । ওঁরা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে ৷ অথচ, মহিলাদের সম্মান কীভাবে করতে হয়, সেটা জানে না । আজকের মন্তব্যের মাধ্যমে তাঁরা আবার প্রমাণ করলেন, তাঁদের মুখে নারী সম্মানের বুলি থাকলেও, বাস্তব সম্পূর্ণ ভিন্ন ।”
তবে কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, তা নিয়েই প্রশ্ন তুলে কাকলির বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁদের দাবি, কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে তাঁকে পদত্যাগ করতে হবে।

