খড়দহ: জনবহুল এলাকা। ভরা বাজার। তার মধ্যেই ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বন্দুকের বাট দিয়ে মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে খড়দহের কল্যাণনগরে। ওই ব্যবসায়ীর মুখে মারাত্মক চোট লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রহড়া থানার পুলিশ। কিন্তু এই ঘটনার পরই রহড়া থানায় ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অভিযোগ, তোলাবাজরা তোলার টাকা না পেয়েই মারধর করেছে।
একমাস কাটতে না কাটতে ফের খড়দহ কল্যাণ নগরে দুষ্কৃতী হামলা। প্রকাশ্যে দিনের আলোয় রাস্তার ওপর ফেলে ব্যবসায়ী হাসান মণ্ডলকে মারধর করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে আসে। ইমারতী দ্রব্যের ব্যবসায়ী হাসান মণ্ডলকে দোকান থেকে ডেকে বার করে আনে। এরপর আচমকা আগ্নেয়াস্ত্রর বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী।
এমনিতেই কল্যাণনগর এলাকা অত্যন্ত জনবহুল। রাস্তার পাশেই বাজায় বসায় সকাল থেকেই ওই এলাকায় মানুষের ভিড় থাকে। তার মধ্যেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে দেখে স্থানীয় দোকানি ও বাজার করতে আসা এলাকার বাসিন্দারা ছুটে আসেন। ততক্ষণে গাড়িতে চেপে দুষ্কৃতীরা এলাকা ছেড়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সুভাষ চক্রবর্তী ও তার দরবল এই হামলা চালিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রহড়া থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ব্যবসায়ী বলেন, “আমার সঙ্গে ওদের কিছুই হয়নি। আমি তো চায়ের দোকানে চা খেতে গিযেছিলাম। হঠাৎ দেখি ৪-৫ জন ছেলে এসে মারধর শুরু করল। এর আগে কোনওদিনও হুমকিও দেয়নি। টাকাপয়সা চাইছিল। সবাই বলছে সুভাষ বলে কেউ ছিল ওখানে।” গত একমাস আগে ঠিক একই জায়গায় এই ধরনের দুষ্কৃতী হামলা হয় ব্যবসায়ীর ওপরে।