ব্যারাকপুর: সাংসদ-বিধায়কের কোন্দল মেটাতে আসরে নামতে হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে কয়েকদিন আগেই দলের তরফে চুপ থাকতে বলা হয়েছে। কোন্দলের বিষয়টা শীর্ষ নেতৃত্বের যে নজর এড়ায়নি, সেই বার্তা আগেই এসেছিল। এবার সেই কোন্দল মেটাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একজন সাংসদ, অন্যজন বিধায়ক। তাঁদের পাশে বসিয়ে কোন্দল মেটাবেন তিনি। আগামী শনিবার সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে নিয়ে বৈঠকে বসতে চলেছে বক্সী। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন সাংসদ সৌগত রায়।
গত কয়েকদিনে দুই নেতার তরজা সামনে এলেও বৃহস্পতিবার একই মঞ্চে দেখা গিয়েছে দুজনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চেই ছিলেন তাঁরা। সেই মঞ্চ থেকে বার্তা দিয়েছেন খোদ মমতাও। তবু বিতর্ক পিছু ছাড়ছে না। এদিন জেলার সব নেতাকেই অর্জুন-সোমনাথ তরজা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
এদিন সৌগত রায় জানান, সুব্রত বক্সী বৈঠকে বসতে চলেছেন দুজনকে নিয়ে। তিনিই সবটা দেখে নেবেন। দুই নেতা সম্পর্কে আর কোনও মন্তব্য করতে চাননি সৌগত রায়। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী যা বলার বলে দিয়ে গিয়েছেন। উনি কারও নাম নিয়ে বলেন না। উনি শুধু বলেছেন, কোনও রকম ঝগড়া বরদাস্ত করবেন না। এটাই যথেষ্ট।” পুরো বিষয়টা যে শীর্ষ নেতৃত্বের নজরে রয়েছে, তা স্পষ্ট।