AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra-Sayantika: ‘ছোট্ট ফুটফুটে মেয়ে সায়ন্তিকা, তাকে বলছে অ্যাকোয়াটিকা!… বুঝিয়ে দেব’, হুঙ্কার মদনের

Madan Mitra-Sayantika: মঞ্চ থেকে মদন তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, "তাজা হয়ে তৈরি থাকুন। ভোর ৬টার সময় নির্দেশ পেয়ে যাবেন, কী করতে হবে ভোটের দিন। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য।"

Madan Mitra-Sayantika: 'ছোট্ট ফুটফুটে মেয়ে সায়ন্তিকা, তাকে বলছে অ্যাকোয়াটিকা!... বুঝিয়ে দেব', হুঙ্কার মদনের
সায়ন্তিকার প্রচারে মদনImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2024 | 10:13 AM
Share

কলকাতা: ‘সায়ন্তিকা হোক আর অ্যাকোয়াটিকা, আমাদের কোনও আপত্তি নেই। আমাদের লড়াই শুধু দলনেত্রীর বিরুদ্ধে।’ বরানগরের বিধানসভা উপ নির্বাচনের প্রচারের মাঝে এমনটাই বলেছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেই মন্তব্য নিয়েই এবার সজল ঘোষকে একহাত নিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে মঞ্চ থেকে বিরোধীদের কার্যত হুঙ্কার দিলেন বিধায়ক। আগামী ১ জুন বরানগর উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই কেন্দ্রেই তৃণমূল টিকিট দিয়েছে অভিনেত্রী সায়ন্তিকাকে। পুরোদমে প্রচার চালাচ্ছেন দুই প্রার্থীই।

শুক্রবার প্রচার মঞ্চে হাজির হয়ে বিরোধীদের আক্রমণ করে মদন বলেন, “একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না.. ও তো অ্যাকোয়াটিকা! আমি বলি, সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক না নিকোপার্ক ওটা আমি ১ জুন তোমাদের বুঝিয়ে দেব।”

এরপর তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, “তাজা হয়ে তৈরি থাকুন। ভোর ৬টার সময় নির্দেশ পেয়ে যাবেন, কী করতে হবে ভোটের দিন। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। পৃথিবীতে কারও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে দেয়।”

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে সজল ঘোষ বলেন, “সায়ন্তিকা হোক আর অ্যাকোয়াটিকা হোক, আমাদের কোনও আপত্তি নেই। আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। তিনি আরও বলেন, ওই দলে একটাই মুখ, সবাই মুখোশ। তাই তে অভিনেত্রীর মুখোশ পরে আসবেন, তে ডাক্তারের মুখোশ পরবেন, আমাদের জানার দরকার নেই।”