Madhyagram: কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু শ্রমিকের, আহত একাধিক
Madhyagram: মঙ্গলবার মধ্যরাতে মধ্যমগ্রাম দিকবাড়িয়ার বাদু রোডে একটি রং কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। রাতে কাজ শেষের পরও নাইট শিফটের কর্মীরা কারখানায় ছিলেন।
মধ্য়মগ্রাম: বাদুতে একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন। ঝলসে মৃত্যু হল এক শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়েছেন কারখানার বহু শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি।
মঙ্গলবার মধ্যরাতে মধ্যমগ্রাম দিকবাড়িয়ার বাদু রোডে একটি রং কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। রাতে কাজ শেষের পরও নাইট শিফটের কর্মীরা কারখানায় ছিলেন।
কারখানা থেকে প্রথমে বেরিয়ে আসতে পারেননি তাঁরা। আগুন মুহূর্তের মধ্যে গোটা কারখানা গ্রাস করে। কারখানার ভিতরের একটি ঘরের মধ্যে আটকে পড়েন এক কর্মী। তাঁকে কোনওভাবেই বার করা সম্ভব হয় না। তাঁরই ঝলসে মৃত্যু হয়েছে।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ করেন। পরে দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাতভর চেষ্টার পর ভোরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। রংয়ের কারখানা আরও বড় ভয়াবহ আকার নিতে পারত। কিন্তু আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি। তবে কীভাবে রঙের কারখানায় আগুন লাগল, তা স্পষ্ট নন। খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।