Mandermoni: প্রয়োজনে ওসি বদলানোর আবেদন, মন্দারমনির তৃণমূল নেতার মৃত্যুতদন্তে মুখ্যমন্ত্রীকে চিঠি মৃতের স্ত্রীর

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 25, 2024 | 3:45 PM

Mandermoni: আমডাঙার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামে বছর চৌত্রিশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমনির একটি হোটেল থেকে। আর তা ঘিরেই রহস্য। ঘটনার রাতে মন্দারমনি থেকে স্ত্রীর সঙ্গে রাত সাড়ে ১১টাতেও কথা হয়েছে তৃণমূল নেতা আবুল নাসারের।

Mandermoni: প্রয়োজনে ওসি বদলানোর আবেদন, মন্দারমনির তৃণমূল নেতার মৃত্যুতদন্তে মুখ্যমন্ত্রীকে চিঠি মৃতের স্ত্রীর
তৃণমূল নেতার মৃত্যুতদন্তে মুখ্যমন্ত্রীকে চিঠি মৃতের স্ত্রীর
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর:  মন্দারমনিতে বেড়াতে গিয়ে আমডাঙার তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে ক্রমেই বাড়ছে জট। সম্পর্কের টানাপোড়েন নাকি ব্যবসায়ীক লেনদেন? কী রয়েছে মৃত্যুর পিছনে, ভাবাচ্ছে পুলিশকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, গঙ্গাসাগরের পাওনা টাকা আনতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর তিনি কীভাবে মন্দারমনি চলে গেলেন, এ সম্পর্কে পরিবারও ধোঁয়াশার মধ্যে রয়েছে। সঠিক তদন্তের দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তৃণমূল নেতার স্ত্রী। পুলিশি তদন্তের গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। প্রয়োজনে থানার ওসি বদলেরও দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী।

আমডাঙার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামে বছর চৌত্রিশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমনির একটি হোটেল থেকে। আর তা ঘিরেই রহস্য। ঘটনার রাতে মন্দারমনি থেকে স্ত্রীর সঙ্গে রাত সাড়ে ১১টাতেও কথা হয়েছে তৃণমূল নেতা আবুল নাসারের। তাঁকে জানাননি যে তিনি মন্দারমনিতে রয়েছেন। পরবর্তীতে তাঁর স্ত্রী যখন ফোন করে মোবাইল সুইচড অফ পান। তাঁদের পরিবারের সন্দেহ, সোদপুরে যে জমি রয়েছে, তার আর জন পার্টনার মামু। সেই সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তাঁর ভাগ্নিকে ব্যবহার করে আবু নাসেরকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।

আধহাটা পঞ্চায়েত জুড়ে সাধারণ মানুষ শোকের মধ্যে আছে। উপকার করবার জন্য রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। এলাকার মানুষের কাছে ভালো মানুষ হিসাবে পরিচিতি রয়েছে দীর্ঘদিনের। রাত বিরেত গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন আবু নাসের। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিবার।

Next Article