Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, এবার গ্রেফতার এক প্রবীণ ব্যক্তি
Nabanna Abhijan: মানস চন্দ্র সাহা পরিবারের তরফ থেকে বলা হয়েছে, রাত একটার সময়ে পুলিশ বাড়িতে আসে। নাম করে খোঁজ করা হয়। তারপর তুলে নিয়ে যায়। জানা গিয়েছে, মানস এয়ার ফোর্সে কাজ করতেন।

উত্তর ২৪ পরগনা: ফের নবান্ন অভিযানে পুলিশের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার। নৈহাটি থেকে মানস চন্দ্র সাহা নামে একজন প্রবীণ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ।
মানস চন্দ্র সাহা পরিবারের তরফ থেকে বলা হয়েছে, রাত একটার সময়ে পুলিশ বাড়িতে আসে। নাম করে খোঁজ করা হয়। তারপর তুলে নিয়ে যায়। জানা গিয়েছে, মানস এয়ার ফোর্সে কাজ করতেন। তারপর এখন একটি সরকারি ব্যাঙ্কে কাজ করেন। পরিবারের দাবি, ৯ তারিখ তিনি আন্দোলনে গিয়েছিলেন ঠিকই, কিন্তু পুলিশকে মারধর তিনি করতে পারেন না। কারণ তিনি অনেকটাই প্রবীণ। ওতো ধস্তাধস্তি করার মতো শারীরিক ক্ষমতা তাঁর নেই।
এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “কলকাতা পুলিশ কমিশনারের বারাকপুরের প্রতি ভালবাসা একটু বেশিই, তাই এই রকম করছে। মানস সাহার যা বয়স, সেই বয়সে তিনি পুলিশের সঙ্গে মারপিঠ করতে গিয়েছেন, তা হয়!”
উল্লেখ্য, বুধবারই পুলিশের ওপর হামলার অভিযোগে জগদ্দলের বিজেপি নেতা চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়। সেদিনের অশান্তির ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভিতেও অভিযুক্তকে দেখা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

