Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগ, গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ নেতা
Nabanna Abhijan: অর্জুন ঘনিষ্ঠ চন্দন জগদ্দল অঞ্চলের সক্রিয় দাপুটে নেতা। মঙ্গলবার কলকাতায় এসেছিলেন চন্দন। তখন বেন্টিঙ্ক স্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং থেকে তাঁকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে, জবাবে অসন্তুষ্ট হওয়ায় গ্রেফতার করা হয়।

উত্তর ২৪ পরগনা: নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা। পুলিশের ওপর হামলার অভিযোগে প্রথম গ্রেফতার চন্দন গুপ্ত। সেদিনের অশান্তির ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভিতেও অভিযুক্তকে দেখা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যাচ্ছে, অর্জুন ঘনিষ্ঠ চন্দন জগদ্দল অঞ্চলের সক্রিয় দাপুটে নেতা। মঙ্গলবার কলকাতায় এসেছিলেন চন্দন। তখন বেন্টিঙ্ক স্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং থেকে তাঁকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে, জবাবে অসন্তুষ্ট হওয়ায় গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “চন্দনকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে আমরা গর্বিত।” অর্জুন সিংয়ের বক্তব্য, পুলিশই এক বিক্ষোভকারীকে লাঠিচার্জ করছিল। তখন তাঁকে ছাড়াতে গিয়েছিলেন চন্দন। তখন চন্দনের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ পড়ে যায়। তখনই পুলিশ চন্দনের বিরুদ্ধে মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় চন্দনকে।
এর আগে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকেও তলব করা হয়েছে। ৭ অগস্ট অশোক দিন্দাকে নিউ মার্কেট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন অভিযানের দিন অশান্তির মাঝেই অশোক দিন্দা পুলিশের উদ্দেশে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ।

