Naihati: হোলনাইট দেখার পর সোজা গঙ্গার ঘাটে, এলাকাবাসী বীভৎস অবস্থায় দেখল যুবককে

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 24, 2023 | 3:24 PM

Naihati: এরপর একটি টোটো করে নৌহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা তবে অন্য বিষয়ে সন্দেহ করছে। তাঁদের দাবি, সৌরভকে তাঁরা যখন দেখেছিলেন সেই সময় তাঁর শরীর কাদা মাখামাখি অবস্থায় ছিল। তবে অন্য দুই বন্ধুর জামাকাপড় ছিল শুকনো।

Naihati: হোলনাইট দেখার পর সোজা গঙ্গার ঘাটে, এলাকাবাসী বীভৎস অবস্থায় দেখল যুবককে
নৈহাটিতে মৃত্যু যুবকের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নৈহাটি: নবমীর দিন ঘুরতে বেরিয়েছিলেন চার বন্ধু। হোলনাইট ঠাকুর দেখার পর চারজনই নামে গঙ্গার ঘাটে। তারপর তাঁদের মধ্যে গঙ্গায় ডুবে মৃত্যু একজনের। ইতিমধ্যে তিনবন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাকি একজন পলাতক।

মৃতের নাম সৌরভ বারিক (২৭)। তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। জানা গিয়েছে, সৌরভ সহ আরও তিনজন হোল নাইট ঠাকুর দেখার পর নৈহাটি ঘোয়ালা পাড়া ঘাটে স্নান করতে নেমেছিলেন। আচমকাই ডুবে যান সৌরভ। সঙ্গে থাকা তিন বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি দু’জন কোনও ক্রমে তাঁকে টেনে তোলেন উপরে।

এরপর একটি টোটো করে নৌহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা তবে অন্য বিষয়ে সন্দেহ করছে। তাঁদের দাবি, সৌরভকে তাঁরা যখন দেখেছিলেন সেই সময় তাঁর শরীর কাদা মাখামাখি অবস্থায় ছিল। তবে অন্য দুই বন্ধুর জামাকাপড় ছিল শুকনো।

নৈহাটি থানার পুলিশ ওই দুই বন্ধুকে আটক করেছে। পলাতক বন্ধুর খোঁজে চলছে তল্লাশি। তবে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে হঠাৎ গঙ্গার ঘাটেই বা কেন গেল সেই বিষয়ে উঠেছে প্রশ্ন। ওই টোটওয়ালা বলেন, “আমায় ডাকলেন দুজন। বললেন হাসপাতাল নিয়ে যেতে হবে। আমি দেখি গায়ে কাদামাটি লাগা। তারপর হাসপাতালে নিয়ে গেলাম। এরপর কী হয়েছে জানি না।”

Next Article