উত্তর ২৪ পরগনা: বিমা কোম্পানির পলিসি তৈরি করে দেওয়ার নাম করে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেই অ্যাকাউন্টে সাইবার ক্রাইম করার অপরাধে দুজনকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। প্রিয়াঙ্কা কুণ্ডু ও অরিজিৎ দাস বারাসতের বাসিন্দা দু’জনেই তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। বারাসাতের দক্ষিণ পাড়ার বাসিন্দা সঞ্জয় পাল তাঁদের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ করেছিলেন।
সঞ্জয় পালের অভিযোগ, বিমা করানোর নাম করে প্রথমে অ্যাকাউন্ট করে পরে মাসে দু’হাজার টাকা করে দেওয়ার কথা হয়। তাঁকে বলা হয়েছিল, পাঁচ লক্ষ টাকার ট্রানজেকশন হবে প্রতি মাসে। কিন্তু কিছুদিন পরেই তিনি দেখতে পান, ৫ লক্ষ টাকার অনেক বেশি ট্রানজাকশন হচ্ছে। তখন সঞ্জয়ের দাবি, তিনি বেশি টাকা দাবি করলে তাঁর ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে অন্য নম্বর দেওয়া হয়।
সঞ্জয়ের ফোন নম্বর ব্যাঙ্ক থেকে সরে যাওয়ার পরেই, তাঁকে অ্যাকাউন্ট ক্লোজ করার কথা বলা হয়। কিন্তু গোটা বিষয়টিতে সঞ্জয়ের সন্দেহ হলে বারাসত থানায় অভিযোগ করেন।
পুলিশের অনুমান, এই চক্র বিমা করানোর নাম করে আরও অনেকের সঙ্গে প্রতারণা করেছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে, তাঁদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।