North 24 Parganas: মহিলার শরীর দেখেই সন্দেহ হয় পুলিশের! উঠে এল সিরাজ মস্তানের নৃশংস চেহারা
North 24 Parganas: গত ২৮ মার্চ মিনাখাঁর ধুধুরদহ এলাকায় শ্মশান সংলগ্ন পুকুরের ধার থেকে একটি অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয় । মৃত দেহটি উদ্ধারের পর পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত খুনের মামলা ঋজু করে তদন্ত শুরু করে । তদন্তের ভার দেওয়া হয় মিনাখাঁ থানার SI-নবীন মণ্ডলকে।

উত্তর ২৪ পরগনা: একটি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করতে গিয়েই সন্দেহ হয় দুঁদে পুলিশ কর্তাদের। আর পাঁচ মার্ডার কেস নয়! খালি চোখে বোঝা না গেলেও দেহটি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ স্বতঃপ্রণোদিত খুনের মামলা ঋজু করে তদন্ত শুরু করে। আর তাতেই সাফল্য, গ্রেফতার সিরাজ মণ্ডল ওরফে সিরাজ মস্তান।
গত ২৮ মার্চ মিনাখাঁর ধুধুরদহ এলাকায় শ্মশান সংলগ্ন পুকুরের ধার থেকে একটি অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয় । মৃত দেহটি উদ্ধারের পর পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত খুনের মামলা ঋজু করে তদন্ত শুরু করে । তদন্তের ভার দেওয়া হয় মিনাখাঁ থানার SI-নবীন মণ্ডলকে।
নবীন মণ্ডলের নেতৃত্বে একটি টিম গঠন করে তদন্ত শুরু হয়। তদন্তে নেবে পুলিশ জানতে পারে ওই অজ্ঞাত পরিচয় মহিলার নাম-রিজিয়া খাতুন বিবি । তাঁর বাপের বাড়ি বসিরহাট থানার ব্যাঙপুকুর এলাকায় । এই রিজিয়া খাতুন বিবাহিত হওয়া সত্ত্বেও মাটিয়া এলাকার বিবাহিত সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তাঁরা বিয়েও করেন। এরপর কিছুদিন যাওয়ার পর দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরে সিরাজ পরিকল্পনা করে রিজিয়াকে খুন করার। পরিকল্পনা অনুযায়ী সিরাজ তাঁর স্ত্রী রিজিয়া খাতুন বিবিকে মিনাখাঁ থানার ধুতুরদহ এলাকায় নিয়ে যায় এবং সেখানেই তাঁকে খুন করে ফেলে রেখে পালায়। জেরার এমনটাই স্বীকার করেছে ধৃত।
বিভিন্ন সোর্স কাজে লাগিয়েছিল পুলিশ। সেইমতো সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ভেবিয়া শ্মশানের পিছনে হানা দিয়ে সিরাজ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।

