Kaustav Bagchi: ‘এমন করে ছাড়ব আদালতে’, যাঁর অভিযোগে গ্রেফতার সেই সুমিতকে চরম হুঁশিয়ারি কৌস্তভের

Kaustav Bagchi: রবিবার কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সুমিত সিং সাফ জানান, ভবিষ্যতে এমন কিছু দেখলে ফের অভিযোগ করবেন কৌস্তভের বিরুদ্ধে। সোমবার এরই পাল্টা প্রতিক্রিয়া দেন কৌস্তভ।

Kaustav Bagchi: 'এমন করে ছাড়ব আদালতে', যাঁর অভিযোগে গ্রেফতার সেই সুমিতকে চরম হুঁশিয়ারি কৌস্তভের
কৌস্তভ বাগচী, আইনজীবী, (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 3:05 PM

ব্যারাকপুর: শনিবার ভোর-রাতে গ্রেফতার হন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। সে কারণেই এভাবে পুলিশ পাঠিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন সুমিত সিং নামে এক ব্যক্তি। রবিবার কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সুমিত সিং সাফ জানান, ভবিষ্যতে এমন কিছু দেখলে ফের অভিযোগ করবেন কৌস্তভের বিরুদ্ধে। সোমবার এরই পাল্টা প্রতিক্রিয়া দেন কৌস্তভ।

আজ নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন কৌস্তভ। সেখান থেকে সুমিত সিংকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওর হাল আমি এমন করে ছাড়ব আদালতে ও বুঝতে পারবে। খুব খারাপ অবস্থা করবো ওর বিরুদ্ধে মামলা করে।”

এ দিকে, ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পড়ল পোস্টার। তবে কারা এই পোস্টার সাঁটিয়েছেন তা নিয়ে ধন্দে সকলে। যদিও, তবে কংগ্রেস নেতার দাবি এই পোস্টার তৃণমূল লাগিয়েছে। আসলে শাসকদল এখন তাঁকে ভয় পাচ্ছে। সেই কারণেই এই পোস্টার।

তবে ব্যারাকপুর পুরসভা চেয়ারম্যান উত্তম দাস অভিযোগ অস্বীকার করে জানান, “এই কাজ তৃণমূলের কেউ করেনি। তবে যেই এই পোস্টার মারুক ঠিক কাজ করেনি। এই ভাবে কাউকে সামাজিক বয়কটের ডাক দেওয়া উচিত নয়।”