AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nursing College: রাত হলেই কে যেন হাঁটে, চলে দুমদাম হাতুড়ি পেটানোর শব্দ! ভূত আতঙ্কে সারা নার্সিং ছাত্রীরা

Basirhat: কখনও পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ আবার কখনও দুমাদুম হাতুড়ি পেটানোর শব্দে তীব্র আতঙ্কে নার্সিং কলেজের আবাসিকারা।

Nursing College: রাত হলেই কে যেন হাঁটে, চলে দুমদাম হাতুড়ি পেটানোর শব্দ! ভূত আতঙ্কে সারা নার্সিং ছাত্রীরা
ভূতের ভয়ে পড়াশোনা শিকেয় উঠেছে ছাত্রীদের। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jan 06, 2022 | 1:20 PM
Share

উত্তর ২৪ পরগনা: ওমিক্রন কাঁটার মধ্যেই নতুন আতঙ্কে সারা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুল। কখনও পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ আবার কখনও দুমাদুম হাতুড়ি পেটানোর শব্দে তীব্র আতঙ্কে নার্সিং কলেজের আবাসিকারা। ‘অশরীরী’ আতঙ্কের কথা স্বীকার করল কর্তৃপক্ষও। তদন্ত শুরু করেছে পুলিশ।

অশরীরী নাকি অন্য কোনও রহস্য?

সারা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। সেই আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বসিরহাটে সেই ছবির অন্যথা না হলেও এক নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। কী সেই আতঙ্ক? বসিরহাট জেলা হাসপাতাল চত্বরে মহিলাদের জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল। সেখানকার ছাত্রীরা জানাচ্ছেন, রাত হলেই একাধিক অদ্ভুত আওয়াজ আসছে। ক্যাম্পাস জুড়েই শোনা যায় সেই শব্দ। বিশেষ করে নার্সিং কলেজের হোস্টেল থেকে বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে। কখনও কারও হেঁটে যাওয়ার শব্দ তো কখনও বা কোনও ভারী জিনিস দিয়ে ছাদে আঘাত হানার শব্দ। সেই শব্দে নাজেহাল হচ্ছে নার্সিং কলেজের ছাত্রীরা। কিন্তু সেই শব্দের উৎস সন্ধান করা যাচ্ছে না।

এমনকী শুধুমাত্র রাতেই নয়, এই আওয়াজ মাঝে মাঝে নাকি দিনের বেলাতেও শুনতে পাচ্ছেন ছাত্রীরা। বিশেষ করে আবাসিকের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীরা ছাদ থেকে এই ধরনের আওয়াজ পেয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ছেন। কিন্তু এই ভৌতিক আওয়াজের উৎস ঠিক কী? সেটা এখনও অজানা। ইতিমধ্যে ব্যাপারটি নিয়ে সরব হয়েছেন এক ছাত্রীর অভিভাবক। তিনি বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েনকে এ নিয়ে লিখিত অভিযোগও করেছেন। এই অভিযোগ পাওয়ার পর বসিরহাট জেলা হাসপাতালের সুপারকে তিনি তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে খবর।

জিএনএম. নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল প্রতিকণা সাহা ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি তিনি বসিরহাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। ইতিমধ্যে বসিরহাট থানার পুলিশ এসে রাতে বেশ কয়েকবার ওই কলেজ চত্বরে তল্লাশি চালালেও সেখানে সন্দেহজনক কিছু না মেলায় এখনও পর্যন্ত এই আওয়াজের উৎসের কিনারা করতে পারেনি।

সামনেই ছাত্রীদের সেমেস্টারের পরীক্ষা রয়েছে। কিন্তু এই আওয়াজে তাদের পড়াশোনা শিকেয় উঠেছে। ভয়ে- আতঙ্কে পড়াশোনায় ঠিকঠাক ভাবে মনঃসংযোগই করতে পারছেন না। নিদ্রাহীনতায় কাটছে রাত। সারাক্ষণ তাঁরা ভাবছেন ওটা কীসের আওয়াজ? অবিলম্বে পড়ুয়ারা চাইছেন এই সমস্যার সমাধান হোক। নয়তো ওই হোস্টেলে আবাসিক হিসেবে থাকা এক প্রকার সমস্যার হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তাঁদের।

তাহলে এই আওয়াজের পিছনে কি কোন ভৌতিক যোগ? একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে নার্সিং কলেজের এই নতুন শঙ্কায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট জেলা হাসপাতালের চত্বরের নার্সিং ছাত্রী থেকে শুরু করে নার্স, শিক্ষিকা, ডাক্তার ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে।

আরও পড়ুন: Siliguri Municipal Corporation Election 2022: প্রশাসন এলাকা স্যানিটাইজ করতে বাসিন্দারা জানলেন তাঁরা নাকি কোভিড পজিটিভ! ব্যাপারটা কী?