বসিরহাট: জয়ী আইএসএফ (ISF) প্রার্থীর স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে হাসপাতালে ভর্তি তিনি। অভিযোগ অস্বীকার শাসকদলের। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৯ নম্বর বুথের কঠুর গ্রামের ঘটনা।
পঞ্চায়েত ভোটে আইএসএফ-এর হয়ে দাঁড়িয়েছিলেন আরজিনা বিবি। তিনি জয়ীও হয়েছেন। অভিযোগ, বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ একদল দুষ্কৃতী আরজিনা বিবির বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এমনকী তাঁর স্বামী জামাত আলি গাজিকে খুনের চেষ্টা করে। তাঁদের অভিযোগ, এই বুথে আইএসএফ প্রার্থী জিতেছে। যার কারণে পরিকল্পনা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে ঢুকে প্রাণে মারার চেষ্টা করেছে। বর্তমানে প্রার্থীর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাটে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এই বিষয়ে তৃণমূলের উত্তর ২৪ পরগণার এসসি-ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, “এটা ওদের দলীয় কোন্দল। এর সঙ্গে তৃণমূল কোনও রকম ভাবে জড়িত না। এই পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসন জিতেছে। কেনই বা আমরা গণ্ডগোল করব? পঞ্চায়েত আমাদের দখলে। পরিকল্পনা করে বিরোধীরা আমাদের দলকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে আমাদেরকে দোষারোপ করছে।”