বসিরহাট: হাতে আর কয়েকটা দিন। মোটে এক সপ্তাহ বাকি। তাই প্রচার চলছে জোরকদমে। এবার সিপিএম-কংগ্রেস-আইএসএফ-এর অভিনব জোটের সাক্ষী থাকল বসিরহাট। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পতাকা নিয়ে বাড়ি-বাড়ি প্রচার সিপিএম-এর।
ঘটনাস্থল বসিরহাট মহকুমার ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১১৬ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিদ মোল্লা। তাঁর হয়ে প্রচারে আইএসএফ-কংগ্রেস। এ দিন সকাল থেকেই দেখা গেল ‘অদ্ভুত ছবি’। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পতাকা যেমন ছিল, ছিল লাল পতাকা সঙ্গে দেখা গেল আইএসএফ-এরও পতাকা। যা যথেষ্ঠ নজর কেড়েছে বসিরহাটের মানুষের মধ্যে।
বস্তুত, রাজ্যে জোট হয়েছে বাম-কংগ্রেসর মধ্যে। কিন্তু আইএসএফ? রাজনৈতিকভাবে তারা একাই লড়াই করছে। অন্তত, জোটের কথা আইএসএফ নেতৃত্ব বা সিপিএম-কংগ্রেসের নেতৃত্বের তরফে ঘোষণা করা হয়নি। সেখানে অলিখিতভাবে এই জোটের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।
এ দিন, সাহিদ মোল্লার ভোট প্রচারে উঠে আসল শাসক দলের দুর্নীতির কথা। শিক্ষা থেকে স্বাস্থ্য সহ একাধিক প্রকল্পের দুর্নীতি করেছে রাজ্য সরকার। সেগুলিকেই হাতিয়ার করে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন সিপিএম প্রার্থী। জেতার ব্যাপারে যথেষ্ঠ আশাবাদী সাহিদ।
আইএসএফ নেতা হাফিজুল গাজী বলেন, “রাজ্যস্তরে হয়ত আমাদের দল জোট করেনি কিন্তু এখানের পরিস্থিতি আলাদা। এই যে জোট দেখছেন এটা গ্রামের মানুষের ভালবাসা। আমরা একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব।”