পানিহাটি: সোমবার নির্যাতিতার পরিবারে সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টা মৃতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার বার্তার পাশাপাশি পরিষ্কার জানান, “রবিবারের মধ্যে কিনারা করতে না পারলে সিবিআই-কে কেস তুলে দেওয়া হবে।” এ দিন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কী কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ টিভি ৯ বাংলায় জানালেন সবটায়।
আজ প্রায় পঁয়ত্রিশ মিনিট কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে পুলিশ আধিকারিকরা থাকার পাশাপাশি উপস্থিত ছিলেন নির্মল ঘোষ। টিভি ৯ বাংলাকে বললেন, “মুখ্যমন্ত্রী মেয়েটির ছোটবেলা থেকে এখন অবধি ওঁর পড়াশোনা, কোথা থেকে ডাক্তারি পড়েছে সবটাই শুনেছেন। ওনার সঙ্গে কলকাতা পুলিশের সিপি ও ব্যারাকপুরের সিপি ছিলেন।”
নির্মল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা-মাকে বলেছেন আপনারা যে কষ্ট পেয়েছেন আমি ব্যথিত। আমার পুলিশ একজনকে ধরেছে। আরও গ্রেফতার করছে। মানুষের যাঁদের বিরুদ্ধে বক্তব্য ছিল আমি তাঁদের সকলকে সরিয়ে দিয়েছি। তদন্ত হবে। এই তদন্ত রবিবার পর্যন্ত দেখব। নির্যাতিতার মা-বাবা বলেছেন, মুখ্যমন্ত্রীর উপর তাঁদের আস্থা রয়েছে। আমি রবিবার পর্যন্ত দেখব যদি সন্তুষ্ট না হই, তখন আমি নিজেই সাজেস্ট করব আপনারা সিবিআই-এর দ্বারস্থ হন।”