Panihati: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওয়ার্ডে সালিশি সভা! যুবক ও তাঁর দিদিকে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
Panihati: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবক-যুবতীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সালিশি সভায় ডেকে যুবক ও যুবকের দিদিকে মারধর করার পাশাপাশি হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি। আর তা নিয়ে সালিশি সভা। সেই সালিশি সভাতেই যুবক ও তাঁর দিদিকে বেধড়ক মারধরের অভিযোগ কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবক-যুবতীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সালিশি সভায় ডেকে যুবক ও যুবকের দিদিকে মারধর করার পাশাপাশি হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে। ওই যুবকের দিদি বলেন, “আগে ওই মেয়েটাকে প্রমাণ দিতে বলুন, আদৌ আমার ভাই সহবাস করেছে কিনা।” আক্রান্ত যুবক বলছেন, “আমাকে এখন জোর করে বলছে, ওই মহিলাকে আমায় বিয়ে করতে হবে। কিন্তু যে ধরনের অভিযোগ ওরা করছেন, তার পক্ষে তো প্রমাণ দিতে হবে।”
যুবকের দিদির জামাকাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পুলিশ গিয়ে যুবক ও তাঁর দিদিকে উদ্ধার করে খড়দহ থানায় নিয়ে যায়। কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ করে আক্রান্ত যুবক ও তার দিদি।মারধরের ঘটনা অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর হিমাংশু দেব। কাউন্সিলরের বক্তব্য, “না মারা হয়নি কিছুই। মিথ্যা অভিযোগ করছে। ”

