Arjun-Partha: ‘লেগেছে আগুন…’, শাহজাহানের প্রসঙ্গ তুললেই ‘বন্ধু’ অর্জুনকে এবার চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2024 | 5:37 PM

Arjun-Partha: বলেছেন, "নৈহাটিতে বিঘার পর বিঘা জমি কেনা রয়েছে শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের। বিধায়ক ছাড়া তো কেউ সাহায্য করবে না। সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাতে কাকে পাঠাতে হল? ওইখানকার তো বিধায়ক আলাদা রয়েছে। তাহলে পার্থবাবুকে কেন পাঠানো হল? এই সবটাই তদন্ত হবে। তৃণমূল ভাল করেই জানে সবটা।"

Arjun-Partha: লেগেছে আগুন..., শাহজাহানের প্রসঙ্গ তুললেই বন্ধু অর্জুনকে এবার চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ
পার্থ ভৌমিক ও অর্জুন সিং
Image Credit source: Facebook

Follow Us

ব্যারাকপুর: পদ্মে পা রাখতেই ফের তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা শুরু করলেন বিজেপি নেতা অর্জুন সিং। পার্থ ভৌমিককে নিয়ে বিস্ফোরক অভিযোগ তাঁরা। নৈহাটিতে নাকি শেখ শাহজাহানের জমি রয়েছে। আর অনেকের সঙ্গেই নাকি আঁতাত আছে শাহাজাহানের। অর্জুনের সেই দাবির এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ।

শনিবার পার্থ ভৌমিক বলেন, “ওকে বলুন না এত কষ্ট করে না বলে কাগজগুলো দেখিয়ে দিক। তাহলে এত বলতে হয় না। আমার দীর্ঘ দিনের বন্ধু ওকে নিয়ে বলতে খারাপ লাগে। তবে হ্যাঁ এইবার ও হারবে এটা নিশ্চিত।” তিনি আরও বলেছেন, “এই সব বলে কিছু হবে না। সারা ব্যারাকপুরের মানুষ জানেন যে পার্থ ভৌমিকের জীবন হল ওপেন খাতা।”

উল্লেখ্য, এই বছর লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূলের কাছ থেকে টিকিট না পেয়ে দল ছাড়েন অর্জুন সিং। শুক্রবার যোগ দেন বিজেপি-তে। আর দলবদলের পর থেকে পার্থ ভৌমিককে বারেবারে আক্রমণ শানিয়েছেন তিনি। বলেছেন, “নৈহাটিতে বিঘার পর বিঘা জমি কেনা রয়েছে শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের। বিধায়ক ছাড়া তো কেউ সাহায্য করবে না। সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাতে কাকে পাঠাতে হল? ওইখানকার তো বিধায়ক আলাদা রয়েছে। তাহলে পার্থবাবুকে কেন পাঠানো হল? এই সবটাই তদন্ত হবে। তৃণমূল ভাল করেই জানে সবটা।”

Next Article