হাড়োয়া: মর্মান্তিক! গভীর রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু হল পুলিশ কর্মীর। বাইকের ধাক্কায় প্রাণ গেল ওই পুলিশের। জানা গিয়েছে, রাত্রিবেলা ডিউটি করছিলেনও ওই পুলিশ কর্মী। সেই সময় পিছন দিক থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনায় গুরুতর জখম হন। এরপরই মৃত্যু হয় তাঁর।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার মোতাইল এলাকায়। মৃতের নাম লক্ষ্মীকান্ত রঞ্জন। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার নোদাখালীতে। তিনি হাড়োয়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ওই পুলিশকর্মী রাস্তায় ডিউটি করছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি বাইক এসে সজোরে তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি।
তড়িঘড়ি তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোররাতে তার মৃত্যু হয় লক্ষ্মীকান্তবাবুর। ইতিমধ্যে বাইক আরোহীকে আটক করেছে পুলিশ। মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রত্যক্ষদর্সী বলেন, “রাত এগারোটা নাগাদ ওই অফিসার ডিউটি করছিলেন। ওনার কাল জন্মদিন ছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে সেই কারণে কেক খাচ্ছিলেন। তখন নেশাগ্রস্ত অবস্থায় একটি বাইক আরোহী ওনাকে ধাক্কা মারেন। ১০০ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। এরপর গুরুতর আঘাত লাগে তাঁর। আজ সকালে মৃত্যু হয়েছে ওই অফিসারের।”