Khardah: মদ্যপানের প্রতিবাদ করায় ঘরে ঢুকে মার, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, ব্যাপক উত্তেজনা খড়দহে

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Oct 30, 2024 | 4:37 PM

Khardah: অভিযোগ, মদ্যপ অবস্থাতেই পিয়ার আলী-সহ তাঁর দলবল হামলা চালায় ওই বাড়িতে। আক্রমণ নেমে আসে বাড়ির মহিলা ও পুরুষদের উপর। চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরাও। কিন্তু তাঁদের উপরেও দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ।

Khardah: মদ্যপানের প্রতিবাদ করায় ঘরে ঢুকে মার, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, ব্যাপক উত্তেজনা খড়দহে
তদন্তে নেমেছে পুলিশ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

খড়দহ: মদ্যপানের প্রতিবাদ করায় ফের শ্লীলতাহানির অভিযোগ। ব্যাপক মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। চাঞ্চল্যকর ঘটনা খড়দহের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ডাঙ্গা ডিংলা দক্ষিণ মাঠ অঞ্চলে। ইতিমধ্যেই রহড়া পার্টি অফিসে অভিযোগ দায়েরও হয়েছে। পাতুলিয়া পঞ্চায়েত এলাকার এক পরিবারই মূলত এই অভিযোগ তুলেছে। অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁদের বাড়ির পিছনের দিকে পিয়ারে আলী-সহ তাঁর দলবল মদ্যপান করছিল। কিন্তু, ওই বাড়ির লোকজন তার প্রতিবাদ করে। অভিযোগ, তারপরেই ঘটে এ ঘটনা। 

অভিযোগ, মদ্যপ অবস্থাতেই পিয়ার আলী-সহ তাঁর দলবল হামলা চালায় ওই বাড়িতে। আক্রমণ নেমে আসে বাড়ির মহিলা ও পুরুষদের উপর।  চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরাও। কিন্তু তাঁদের উপরেও দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। ভাঙচুর চলে বাড়িতে। তখনই শ্লীলতাহানি করা হয় মহিলাদের। ঘরের ভিতরে ঢুকেও চালানো হয় তাণ্ডব। পুলিশে যাতে অভিযোগ না জানানো হয় তা নিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।  

গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ভয়ে সারারাত বাড়ি থেকে আর কেউ বাইরে বের হতে পারেনি বলে জানাচ্ছেন। ইতিমধ্যেই এ ঘটনায় রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সুর চড়াচ্ছেন এলাকার লোকজন। 

Next Article