Sandeshkhali BJP: ‘আপনি আসুন, আপনার সঙ্গে কথা আছে’, সন্দেশখালি-ইস্যুতে আবারও তোলপাড়

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 07, 2024 | 3:05 PM

Sandeshkhali BJP: পুলিশের বাধার মুখে পড়ে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষরা। অগ্নিমিত্রা যখন রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন এক পুলিশকর্তা তাঁকে ডাকেন।

Sandeshkhali BJP: আপনি আসুন, আপনার সঙ্গে কথা আছে, সন্দেশখালি-ইস্যুতে আবারও তোলপাড়
ধুন্ধুমার পরিস্থিতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: ফের উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আবারও শিরোনামে উঠে এলে সেই সন্দেশখালি। নারীদিবসের ঠিক আগের দিন সন্দেশখালি নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সেখানে যেতে গিয়েই হুলস্থুলকাণ্ড। পুলিশি বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনে হাতিশালায় বাধা দেওয়া হয় তাঁদের। পুলিশ ১৪৪ ধারার কারণ দর্শায়।

পুলিশের বাধার মুখে পড়ে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষরা। অগ্নিমিত্রা যখন রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন এক পুলিশকর্তা তাঁকে ডাকেন। বলেন, ‘আপনি আসুন, আপনার সঙ্গে কথা আছে।’ অগ্নিমিত্রা পলকে ডেকে নিয়ে যান তিনি।

অগ্নিমিত্রা বলেন, ‘কী কারণে আমাদের আটকানো হচ্ছে। অর্ডার কপি দেখান। যদি অর্ডার কপিই না দেখাতে পারেন, তাহলে কীসের ভিত্তিতে আটকাচ্ছেন।’ তাঁর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষও।

লকেট বলেন, “আসলে সরকার পুলিশ ভয় পেয়ে গিয়েছে। বাংলার বহু সন্দেশখালি রয়েছে। ওরা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা কী কোনও অন্যায় করেছি? এখনও ১৪৪ ধারা জারি থাকার কোনও কাগজ দেখাতে পারেনি।” উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অগ্নিমিত্রা পলকে আটক করে পুলিশ। অগ্নিমিত্রা বলেন, “আপনাদের সঙ্গে তো কথাই বলা যায় না।” মহিলা মোর্চার নেত্রীদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

Next Article