Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার নামে বিস্ফোরক অভিযোগ

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 28, 2024 | 3:08 PM

Sandeshkhali: সন্দেশখালি থেকে একাধিক অভিযোগ, বিক্ষোভের সূচনা হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এত সব অভিযোগের পর পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। জমি ফেরত দেওয়া হচ্ছে।

Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার নামে বিস্ফোরক অভিযোগ
ফের পথে মহিলারা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সন্দেশখালি: বেড়মজুর দম্বলপাড়ায় ফের বিক্ষোভের আঁচ। মঙ্গলবার রাতে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন গ্রামবাসীরা। বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্তিতি সামাল দেয়। অভিযোগ, সরকারি নানান প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার। পাশাপশি জব কার্ড ও আবাসের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন গ্রমাবাসীরা।

সেই অভিযোগ কানে পৌঁছতেই বুধবার সকাল সকাল এলাকায় পৌঁছে যান বিডিও।
বিডিও-এর উপস্থিতিতে ক্যাম্প করে অভিযোগ ও আবেদন নেওয়ার কাজ শুরু হল। লিখিতভাবে অভিযোগ প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন গ্রমাবাসীরা। আবেদন জানাচ্ছেন সরকারি প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য।

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে একাধিক অভিযোগ, বিক্ষোভের সূচনা হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এত সব অভিযোগের পর পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। জমি ফেরত দেওয়া হচ্ছে। সন্দেশখালির বাসিন্দাদের বক্তব্য,  জমি ফেরত দিলেই হবে না। সেই জমি পুনরায় চাষযোগ্য করে দিতে হবে। জমি চাষযোগ্য করে তোলার ব্যাপারে সবরকমের আশ্বাস দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত অফিসে গতকাল বৈঠক করেন বিডিও, এডিএম-সহ অন্য দফতরের অফিসাররা। সূত্রের খবর, যেসব জমির চরিত্র বদলে ভেড়ি তৈরি হয়েছিল, সেই সব ফের চাষযোগ্য করার ব্যাপারে আধিকারিকরা যৌথ পরিদর্শন করবেন। বিডিও অরুণ কুমার সামন্ত জানান, এখনও পর্যন্ত প্রায় ৪০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১৫০ মতো ছিল জমি দখল সংক্রান্ত অভিযোগ। ১৩০ জন মলিককে জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Next Article