বরানগর: স্কুলের ক্লাস বন্ধ রেখে বিধায়কের নামে হওয়া ফুটবল ম্যাচে হাজির হল স্কুল পড়ুয়ারা। এমনই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বরানগরে। একটি নয়, একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। দুপুরের পর আর কোনও ক্লাস হয়নি বলেও জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। প্রশ্ন উঠেছে, বিধায়কের নামাঙ্কিত ম্যাচে কেন এভাবে ক্লাস বন্ধ করে হাজির হলেন সরকারি স্কুলের পড়ুয়ারা? তৃণমূল নেতারা বলছেন, সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য স্কুল পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছিলষ
গত ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বরানগরে অনুষ্ঠিত হয় এমএলএ ফুটবল কাপ। আর সেই ফুটবল কাপের র্যালিতে হাঁটতে দেখা যায় বরানগরের সব স্কুল গুলির ছাত্র-ছাত্রীদের। আর তা নিয়েই বির্তক শুরু। তবে স্কুলের শিক্ষিকারা সরাসরি স্বীকার করছেন, তাঁরা ক্লাস বন্ধ করেই ছাত্র-ছাত্রীদের নিয়ে গিয়েছিলেন। ফুটবল খেলার প্রতি আকর্ষণ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানাচ্ছেন তাঁরা।
শিক্ষিকারা আরও জানিয়েছেন তাঁদের এমএলএ ফুটবল কাপ কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বরানগরের সব স্কুলকেই আমন্ত্রণ জানিয়েছিল তারা। রাজকুমার মেমোরিয়াল গার্লস হাইস্কুলের শিক্ষিকা পায়েল দে বলেন, খেলা বিষয়টাতে আমরা পড়ুয়াদের বরাবরই উৎসাহিত করি। তাই ফুটবল দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল।
এমএলএ কাপের প্রধান উদ্যোগক্তা বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দীলিপ নারায়ণ বসু জানান, তাঁরা কাউকে জোর করে নিয়ে যাননি র্যালিতে। ফুটবল যারা ভালবাসে তারাই গিয়েছিল র্যালিতে। তাঁর দাবি, ওই দিন পৌষ সংক্রান্তি থাকায় অনেক স্কুল ছুটি ছিল।