এলাকা দখলকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষ, উত্তপ্ত পানিহাটি

Panihati: এলাকা দখল নিয়ে দু'পক্ষের মধ্যে অশান্তি ছিলই। নানা কারণে তা মাথাচাড়া দিয়ে উঠত। শনিবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

এলাকা দখলকে কেন্দ্র করে দু'গোষ্ঠীর সংঘর্ষ, উত্তপ্ত পানিহাটি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 8:01 AM

বারাকপুর: এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত সোদপুরের (Sodepur) পানিহাটি (Panihati) এলাকা। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়।

এলাকা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি ছিলই। নানা কারণে তা মাথাচাড়া দিয়ে উঠত। শনিবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের কথায়, আচমকাই রাতে দুপক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। কয়েকজন যুবক বাইকে এসে বিটি রোডের ওপর পরপর বেশ কয়েকটি বোমা ছোড়ে বলে অভিযোগ। পানিহাটি বিবি বাগান এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার রাতে এমনিতেই দোকানপাট বন্ধ ছিল এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পানাহাটি বিবি বাগান এলাকায়। কো-অর্ডিনেটর গোবিন্দ দাসের পার্টি অফিসের সামনে বোমাবাজি হয়। স্থানীয় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: কংগ্রেস, বিজেপি ঘুরে তৃণমূলে প্রত্যাবর্তন, ভরা বাজারে গুলিবিদ্ধ ব্যবসায়ী

কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীদের কথা বলেন পুলিশ কর্মীরা।স্থানীয়রা অভিযোগ করেন, মাঝেমধ্যেই এলাকায় এ ধরনের বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশকে একাধিকবার অভিযোগ জানিয়েও যে কোনও লাভ হয়নি, সেই ক্ষোভও উগরে দেন স্থানীয়রা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।