Sodepur Suicide: পছন্দের ‘পুরুষ’কে ভালোবাসে বান্ধবীও, আত্মঘাতী বছর পনেরোর কিশোরী

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2023 | 5:58 PM

Sodepur Suicide: বাড়ির লোকের অভিযোগ, ওই কিশোরী সুজাতাকে ফোনে বারংবার হুমকি দিতে থাকে। যাতে সুজাতা আর ওই যুবকের সঙ্গে যোগাযোগ না রাখে,তার জন্য ফোন করে মানসিক চাপ দিতে থাকে বলে অভিযোগ পরিবারের।

Sodepur Suicide: পছন্দের পুরুষকে ভালোবাসে বান্ধবীও, আত্মঘাতী বছর পনেরোর কিশোরী
প্রতীকী ছবি।

Follow Us

সোদপুর: ত্রিকোণ প্রেমের জের। হাতের শিরা কেটে আত্মহত্যা কিশোরীর। চাঞ্চল্য ছড়াল সোদপুর শতদলপল্লি এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ। ত্রিকোণ প্রেমের জেরে আত্মহত্যা করল বছর ১৫ এর এক কিশোরী। পুলিশ জানিয়েছে মৃত কিশোরীর নাম সুজাতা মণ্ডল। জানা গিয়েছে, ঘরে হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় সুজাতার। কিন্তু সেই যুবককে অন্য এক কিশোরীও পছন্দ করত। সুজাতার বাড়ির লোকের অভিযোগ, ওই কিশোরী সুজাতাকে ফোনে বারংবার হুমকি দিতে থাকে। যাতে সুজাতা আর ওই যুবকের সঙ্গে যোগাযোগ না রাখে,তার জন্য ফোন করে মানসিক চাপ দিতে থাকে বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুজাতা তাঁর বাড়ির কয়েক জনকে বিষয়টা জানিয়েছিল। তা নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিল সুজাতা। বুধবার সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে ভালভাবে কথা বলে সে। তারপর থেকে নিজের ঘরেই ছিল। দীর্ঘক্ষণ তার কোনও সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা ঘরে দেখতে যান। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল সুজাতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পুলিশের কাছে ওই কিশোরীর নামে অভিযোগ করেছে সুজাতার বাড়ির লোকজন। ওই কিশোরীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Next Article