Bagdah: বিল দেন না, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে… প্রধান শিক্ষকের উপর ক্ষোভ পড়ুয়াদের

Bagdah: শনিবার স্কুলপড়ুয়ারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আমলে স্কুলে ঠিকমত পড়াশোনা হয় না। এলাকায় অন্যান্য যে স্কুল আছে, তাদের থেকে এ স্কুলের পড়ুয়ারা পিছিয়ে পড়ছে বলেও অভিযোগ ছাত্র ছাত্রীদের।

Bagdah: বিল দেন না, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে... প্রধান শিক্ষকের উপর ক্ষোভ পড়ুয়াদের
প্রতিবাদে শামিল স্কুলপড়ুয়ারা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2024 | 6:55 PM

উত্তর ২৪ পরগনা: প্রধান শিক্ষক স্কুলের উন্নয়ন নিয়ে ভাবেনই না, অভিযোগ ছাত্র ছাত্রীদের। সেই অভিযোগকে সামনে রেখে প্রধান শিক্ষকের অপসারণের দাবি তুলল স্কুলের পড়ুয়ারা। প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাল ছাত্র, ছাত্রীরা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বেয়াড়া হাইস্কুলের ঘটনা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

শনিবার স্কুলপড়ুয়ারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আমলে স্কুলে ঠিকমত পড়াশোনা হয় না। এলাকায় অন্যান্য যে স্কুল আছে, তাদের থেকে এ স্কুলের পড়ুয়ারা পিছিয়ে পড়ছে বলেও অভিযোগ ছাত্র ছাত্রীদের। তাদের আরও অভিযোগ, বিদ্যালয়ে ঠিকমত পাখা চলে না, বাথরুম থেকে দুর্গন্ধ বের হয়, জলেরও ঠিকমত পরিষেবা মেলে না।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরও অভিযোগ তুলেছে, গত এক বছর ধরে বিদ্যালয়ে বিদ্যুতের বিল জমা দেন না প্রধান শিক্ষক। শুক্রবার বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বলেও অভিযোগ পড়ুয়াদের। পড়ুয়াদের দাবি, বাধ্য হয়ে পথে নামতে হয়েছে ছাত্রছাত্রীরা। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তারা।

বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সঞ্জয় দে জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্ত দীর্ঘদিন ধরে পরিচালন কমিটিকে কোনও হিসাবপত্রও দেখান না। হিসাব চাইতে গেলে তিনি না দেখিয়ে চলে যান। তার কাছে বিদ্যালয়ের বিদ্যুতের বিল দেওয়ার টাকা থাকলেও তিনি বিদ্যুতের বিল জমা দেননি, তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা পথে নেমেছে। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে কোনও কথাই বলতে চাননি।