ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে ঢুকে পড়ল কালো BMW, পিষে দিয়ে চলে গেল, ক্রিসমাসের আগেই রক্তাক্ত শহর

Car Ramming Attack: ঘাতক গাড়িটি ছিল একটি কালো রঙের বিএমডব্লু। ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা, ফলে রাস্তায় অনেকেই ছিলেন। গাড়িটি ওই ব্যক্তি ভাড়া করে চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে ঢুকে পড়ল কালো BMW, পিষে দিয়ে চলে গেল, ক্রিসমাসের আগেই রক্তাক্ত শহর
সিসিটিভি থেকে পাওয়া ছবিImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Dec 21, 2024 | 6:23 AM

বার্লিন: উৎসবের আলোয় ঝলমল করছে গোটা শহর। ক্রিসমাসের আগে আনন্দে মেতে উঠেছে জার্মানিও। রাতের শহরে রাস্তায় আনাগোনা বেড়েছে মানুষজনের। তারই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ের মাঝে সোজা ঢুকে পড়ল একটি গাড়ি। উচ্চগতিতে বেরিয়ে গেল সোজা। সঙ্গে সঙ্গে সবাই ছিটকে পড়লেন এদিক-ওদিক। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। জার্মানির ম্যাগডেবার্গ শহরের ঘটনা।

এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্য়া বাড়তে পারে আরও। আহত হয়েছেন অন্তত ৬০ জন। বার্লিন থেকে ১৪০ কিলোমিটার দূরের ওই শহরে নিমেষে নেমে এসেছে শোক আর আতঙ্কের আবহ।

এই ঘটনায় এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। জানা গিয়েছে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করেন। তবে জার্মান পুলিশ মনে করছে, ওই ব্যক্তি ছিলেন ‘লোন অ্যাটাকার’ অর্থাৎ তিনি একাই হামলা চালিয়েছেন। তাই নতুন করে আর আতঙ্কের কিছু নেই বলে মনে করছে পুলিশ-প্রশাসন।

পুলিশ জানতে পেরেছে শহরের মাঝামাঝি টাউন হল স্কোয়ারের কাছে পৌঁছনোর আগে ৪০০ মিটার চালানো হয় গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্স। প্রাথমিক চিকিৎসার জন্য যায় মেডিক্যাল টিম। রাস্তায় পড়ে অনেকে যন্ত্রণায় ছটফট করছিলেন তখন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘাতক গাড়িটি ছিল একটি কালো রঙের বিএমডব্লু। ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা, ফলে রাস্তায় অনেকেই ছিলেন। গাড়িটি ওই ব্যক্তি ভাড়া করে চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

এভাবে গাড়ি চালিয়ে হামলা চালানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৬ সালে জার্মানির বার্লিনে এভাবেই ক্রিসমাসের আগে ১২ জনের মৃত্যু হয়েছিল। আর ওই বছরেরই জুলাই মাসে ফ্রান্সের নাইসে একই কায়দায় হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৮৬ জনের।