Taslima-Yunus: ‘সেদিন আমরা একসঙ্গে লাঞ্চ করি…’ ইউনূসের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে অকপট তসলিমা
Taslima-Yunus: যে দেশ তাঁকে বছর তিরিশ আগে বিতাড়িত করেছিল, যে বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ, নিত্য চলছে হিন্দু নির্যাতন, সেই বাংলাদেশে এখন কেন ফিরতে চেয়ে 'আবদার' তসলিমার? তাও আবার 'ভারত-বিদ্বেষী' ইউনূসের কাছে?
কলকাতা: দেশে ফেরা নিয়ে ইউনূসকে খোলা চিঠি লিখেছিলেন লেখিকা, বুদ্ধিজীবী তসলিমা নাসরিন। যে দেশ তাঁকে বছর তিরিশ আগে বিতাড়িত করেছিল, যে বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ, নিত্য চলছে হিন্দু নির্যাতন, সেই বাংলাদেশে এখন কেন ফিরতে চেয়ে ‘আবদার’ তসলিমার? তাও আবার ‘ভারত-বিদ্বেষী’ ইউনূসের কাছে? আসলে ইউনূসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচিতি। ব্যক্তিগত পরিচয় রয়েছে তসলিমার। TV9 বাংলার কাছে স্বীকার করলেন তিনি।
তসলিমা নাসরিন জানান, ২০০৩-০৪ সাল থেকেই ইউনূসকে চেনেন তিনি। কীভাবে? তাও জানান। তাঁর কথায়, সে সময়ে ফ্রান্সের একটা অনুষ্ঠানে ইউনূসের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তিনি সে অনুষ্ঠানে বক্তা ছিলেন। আর তাতে অংশ নিয়েছিলেন ইউনূসও।
তসলিমা বলেন, “আমরা এক সঙ্গে লাঞ্চ করেছিলাম। আমাদের সঙ্গে আরও অনেকে ছিলেন। আমাকে উনি (ইউনূস) অনেকবার বলেছিলেন, দেশে ফিরে আসুন। সেটা অনেক বছর আগে। ২০০৩-০৪ সালে। দেশের মেয়ে… দেশেই ফিরে আসুন, বলেছিলেন সে সময়ে।” TV9 বাংলার কাছে পুরনো সেই স্মৃতিচারণ করতে গিয়ে তসলিমা জানান, সে সময়ে তিনি ইউনূসকে বলেছিলেন, যাতে তিনি চেষ্টা করেন। আর তাঁকে আশ্বস্তও করেছিলেন ইউনূস।
আর সে প্রসঙ্গ উল্লেখ করতে দিয়েই তসলিমা বললেন, ” তাই তো আমি সোশ্যাল মিডিয়ায় ইউনূসকে উদ্দেশ করে লিখলাম , ‘আপনি তো চেয়েছিলেন, আমাকে দেশে ফেরাতে, এখন পারবেন?’ আমি তো জানি উনি এখন পারবেন না। কারণ আমাকে দেখলে হয়তো জেহাদিরা পাঁচ মিনিটের মধ্যে খুন করবে।”