Weather Update: ভরা পৌষেই নামল ‘বর্ষা’, শীতের মেজাজটাই নষ্ট করে দিল শনিবারের সকাল, তাপমাত্রা কত বাড়ল জানেন

Weather Update: দক্ষিণবঙ্গের ১০টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে তুষারপাতের পূর্বাভাস। তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

Weather Update: ভরা পৌষেই নামল 'বর্ষা', শীতের মেজাজটাই নষ্ট করে দিল শনিবারের সকাল, তাপমাত্রা কত বাড়ল জানেন
সকাল থেকে শুরু বৃষ্টি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2024 | 8:46 AM

কলকাতা: দু-একদিন ঠাণ্ডা পড়ার পরই আবার উধাও। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে গত দু’দিন ধরেই। শনিবার সকাল থেকে তো দক্ষিণবঙ্গে চেহারাটাই পাল্টে গেল। ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখলে বর্ষাকাল বলে ভুল হবে। একটানা বৃষ্টি পড়েই চলেছে। রোদের দেখা নেই। কুয়াশায় ঢেকেছে সকাল। কলকাতা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ছবি। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রাও।

রাত থেকেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে শহরে। আজ, শনিবারও সারা দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা একটু কম থাকলেও, বাড়বে রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীত ফেরার সম্ভাবনা কম। এমনকী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ার কোনও আশা নেই। নিম্নচাপ আর ঝঞ্ঝার জেরে কুপোকাতই শীত।

দক্ষিণবঙ্গের ১০টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে তুষারপাতের পূর্বাভাস। তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

আপাতত নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। পরবর্তীতে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। এদিকে, আগামী ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে দৃশ্যমানতাও বেশ কম। কোথাও ২০০ মিটারেরও নীচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।

এক রাতে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। পূবালী হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। রাতের তাপমাত্রা ১৫.৯ থেকে বেড়ে হয়েছে ১৯.২ ডিগ্রি। শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। শনিবার তা বেড়ে হচ্ছে ২৭ ডিগ্রি।