বারাসত: কলেজ চত্বরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে গেল, কেনই বা সে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে তা জানা নেই কারও। এদিকে রুদ্ররূপী এই যুবককে দেখে ভয় পেয়ে যান এলাকার বাসিন্দারা। খবর যায় পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা দেখা যায় যায় বারাসতের (Barasat) কাজীপাড়া এলাকার একটি বেসরকারি কলেজ চত্বরে। খবর পেতেই ছুটে যায় পুলিশ। আটক করা হয় যুবকটিকে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আদিত্য কুমার। সে ওই কলেজেরই ডিপ্লোমা ইঞ্জিনিয়রিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।
কিন্তু, কীভাবে সে আগ্নেয়াস্ত্র পেল, কেনই বা কলেজ চত্বরে তা নিয়ে ঘুরছিল, এর পিছনে কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার তাকে বারসত আদালতে তোলা হচ্ছে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের জন্য ওই যুবককে হেফাজতে নিতে চাইছে পুলিশ। বারাসাত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, বিশদে গোটা ঘটনা তদন্ত করে দেখছেন তাঁরা। এর পিছনে আরও কেউ আছে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও খবর, ধৃত যুবকের বাড়ি বিহারের পটনাতে। ভাড়া থাকত রিষড়ায়। সেখান খেকেই পড়াশোনা করছিল।
ঘটনায় স্থানীয় বাসিন্দা মেহবুব রহন গাজী বলেন, “আমি কখনও ভাবতে পারিনি একটা শিক্ষিত ছেলে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে। সম্প্রতি এলাকায় একটা ল্যাপটপ আর ফোন চুরি হয়েছিল। এই ছেলেটাই চুরি করেছিল। গতকাল সেটা ও স্বীকারও করেছে। আরও একটা ল্যাপটপ চুরি করে নাকি বিক্রিও করে দিয়েছে। ওর মা-বাবার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।”