ব্যারাকপুর: জঙ্গিদের নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের দু’টি জঙ্গি সংগঠনের টার্গেট রয়েছে শুভেন্দুর উপর। রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তবে তিনি আবার সুর চড়িয়ে বললেন, স্টেট এজেন্সির মদতে শুভেন্দুকে খুনের ছক কষা হচ্ছে। আইইডি বিস্ফোরণে শুভেন্দুকে খুনের ছক দাবি অর্জুনের।
বিজেপি নেতা বলেন, “শুভেন্দু অধিকারীর কনভয় যে রাস্তা দিয়ে যাবে সেই রুট আগে থেকে স্টেট এজেন্সি প্রকাশ করে দেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে হয়ত কেউ কোনও স্প্রে করে দিল, বিস্ফোরণ ঘটিয়ে দিল। শুধু তাই নয়, অনেক নতুন পোর্টাল হয়েছে। সাংবাদিক সেজে বুম হাতে নিয়ে ওঁর কাছে গিয়ে ক্ষতিও করতে পারে। ওঁর নিরাপত্তা বাড়ানোর দরকার আছে।”
গোয়েন্দাদের বক্তব্য, ডিসেম্বরের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর উপর। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই তিনজন প্রশিক্ষিত জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তাঁরাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাঁকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু, কীভাবে হামলা সেটা স্পষ্ট। আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে হামলা। আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা।