Sukanta on Naihati: ‘গুলি করলে পাল্টা গুলি তো খেতেই হবে’, জ্বলন্ত নৈহাটিতে গিয়ে গর্জে উঠলেন সুকান্ত
Sukanta on Naihati: তৃণমূল কর্মী খুন নিয়ে যখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে নৈহাটি ঠিক সেই আবহে শনিবার বদলে গিয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার। অলোক রাজোরিয়াকে সরানো হয় পুলিশ কমিশনার পদ থেকে।

নৈহাটি: তৃণমূল কর্মী খুনের পর অশান্তি যেন থামছেই না নৈহাটিতে। নতুন করে আগুন লাগিয়ে দেওয়া হল বেশ কিছু বাড়িতে। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাঁদের টার্গেট করা হচ্ছে। তাঁদের কর্মী, পার্টি অফিসে আগুন লাগাচ্ছে তৃণমূলের পোষা গুন্ডারা। উত্তেজনার আবহেই এদিন নৈহাটিতে যান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, ২০ থেকে ২৫টা বাড়িতে ভাঙচুর হয়েছে, অনেক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, “মমতার পুলিশ একবারও আসেনি। সুকান্ত মজুমদার এসেছে বলে পুলিশ এসেছে। কিন্তু, তদন্ত করতে একবারও আসেনি। ভাড়া করা লোক দিয়ে এই কাজ হয়েছে। ভাড়া করা গুন্ডা দিয়ে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চলেছে। তৃণমূল কংগ্রেস চাইছে এলাকাটা দখল করতে।”
সুকান্তর সাফ দাবি, রেষারেষির ফল এটা। তাঁর কথায়, “যে খুন হয়েছে সে একুশ সালে গুলি চালিয়েছিল। আপনি আমার উপর গুলি চালালে আজ না হয় কাল তো আপনাকে গুলি খেতেই হবে। এটাই পৃথিবীর নিয়ম। সমান ও বিপরীত প্রতিক্রিয়া হবেই।”
এদিকে তৃণমূল কর্মী খুন নিয়ে যখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে নৈহাটি ঠিক সেই আবহে শনিবার বদলে গেল ব্যারাকপুরের পুলিশ কমিশনার। অলোক রাজোরিয়াকে সরানো হয় পুলিশ কমিশনার পদ থেকে। বিজেপির দাবি, ‘সত্যি’ বলার মাশুল দিতে হয়েছে তাঁকে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন, “গুন্ডাদের লড়াই এটা। তৃণমূলের একটা গুন্ডাকে আর একটা গুন্ডা মেরেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি তৈরি করা হচ্ছে। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আমরা সত্যি কথা বলেছি। আমরা বলেছি গুলি চলেনি। সিপিও সত্যি বলেছে। তার জন্য তাঁকে চলে যেতে হল।”





