TET Job Seekers: ‘জীবন্ত লাশ’ হয়ে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সন্তানদের নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

TET Job Seekers: বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। জমায়েত ও আন্দোলন ঠেকাতে পথে নামে পুলিশও। এবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।

TET Job Seekers: 'জীবন্ত লাশ' হয়ে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সন্তানদের নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণদের
টেট উত্তীর্ণদের বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 3:31 PM

উত্তর ২৪ পরগনা: ২০১৪ সালে টেট পাশ করেছিলেন ওঁরা। এখনও মেলেনি চাকরি। প্রতিবাদে বারাসতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। নজিরবিহীনভাবে জেলাশাসকের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। জেলাশাসকের অফিসের সামনে ‘জীবন্ত লাশ’ হয়ে রাস্তায় শুয়ে থাকেন চাকরিপ্রার্থীরা। সঙ্গে রাখেন সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি। আন্দোলনে অংশ নেয় খুদেরাও। ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছেন, সেই সকল চাকরিপ্রার্থীদের ছেলেমেয়েরাও এই আন্দোলনে অংশ নেন। এক আন্দোলনকারী বলেন, “আমরা ২০১৪ সালে প্রাইমারি টেট পাস। বিএড, ডিএলএড ডিগ্রি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সবাইকে ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। কিন্তু এক বছর অতিক্রান্ত হয়ে গেল। এখনও ধাপে ধাপে ধপ্পাবাজি হচ্ছে।”

আরেক চাকরিপ্রার্থী বলেন, “আমাদের লক্ষ্মী ভাতার প্রয়োজন নেই। আমরা এমএসসি পাশ। বিএড। আমরা শিক্ষকতা করতে চাই। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে?” লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বারবার আদালতে উঠেছে এসএসসি মামলা। আবার উঠেছে প্রাইমারি নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ। অন্যদিকে সদ্য এসএসসি-র চেয়ারম্যান বদল হয়েছে। এতদিন শুভশঙ্কর সরকার এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি জানান, তাঁর সময়ে এসএসসি নিয়োগে কোনও অনিয়ম হয়নি। তবে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার ব্যাপারেও অভিমত জানান। অন্যদিকে নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও জানান, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে হবে।

বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। জমায়েত ও আন্দোলন ঠেকাতে পথে নামে পুলিশও। এবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: Municipal Elections 2022: ১০৮ পুরসভার ভোট গণনা কবে? বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কমিশন

আরও পড়ুন: Kolkata Metro: রেক থেকে বের হচ্ছে ধোঁয়া, শোভাবাজারে ফের মেট্রো বিভ্রাট

আরও পড়ুন: Calcutta High Court: প্রয়াত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ও ভোট দিয়েছেন! চার পুরভোটের পরিস্থিতি ব্যাখ্যা করে হাইকোর্টে উল্লেখ করল বিজেপি