School: নিজেদের মধ্যেই ‘দুষ্টুমি’ করছিল খুদেরা, আচমকা ক্লাস টু-এর ছাত্রীর বুকে লাথি মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
North 24 Pargana: ঘটনাটি ঘটেছে ১৪ ই অগস্ট। উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চিকনপাড়া আরপি স্কুলে। মঙ্গলবার বিষয়টি নিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, গাইঘাটার বিডিও এবং স্কুল এস আই এর কাছে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার মা সঞ্চিতা বিশ্বাস।
গাইঘাটা: নিজেদের মধ্যে ‘দুষ্টুমি’ ‘খুনসুটি’ করছিল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। আর তাতেই রেগে আগুন শিক্ষক। অভিযোগ, ক্ষেপে গিয়ে এক পড়ুয়াকে একটি চর মারেন। এখানেই থামলেন না অভিযোগ উঠল দ্বিতীয় শ্রেণির আরও এক পড়ুয়ার বুকে লাথি মারেন তিনি। যদিও, অভিযুক্তের প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাটি ঘটেছে ১৪ ই অগস্ট। উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চিকনপাড়া আরপি স্কুলে। মঙ্গলবার বিষয়টি নিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, গাইঘাটার বিডিও এবং স্কুল এস আই এর কাছে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার মা সঞ্চিতা বিশ্বাস। তাঁর অভিযোগ, স্কুলে তাঁর মেয়ে সায়ন্তিকা বিশ্বাস ও তার এক বন্ধু খেলা করছিল। নিজেদের মধ্যে চলছিল খুনসুটি। তখনই ওই শিক্ষক আমার মেয়ের বুকে লাথি মারে। তিনি বলেন, “মেয়ে এখন সুস্থ আছে। তবে শিক্ষক যে ভাবে মেয়েছেন তাতে মেয়ের বড় কোনও ক্ষতি হতে পারত। স্কুলে যদি এমন ঘটনা ঘটে তাহলে কোন ভরসায় সন্তানদের স্কুলে পাঠাব।”
বিষয়টি নিয়ে নিন্দা করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা মাধুরী লতা মধু। তিনি বলেন, “শিক্ষক যে কাজ করেছেন সেটা খুবই নিন্দনীয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যা পদক্ষেপ নেওয়ার নেবেন।” বিষয়টি নিয়ে নিন্দা করেছেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচীও। তিনি বলেন, “আগামিকাল ওই স্কুলে আমরা ভিজিটে যাব। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”