সন্দেশখালি: বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়া নিয়ে টানাপোড়েন। অভিযোগ, উঠছে তৃণমূলের চাপে পড়েই নাকি ‘টানাপোড়েনের’ মধ্যে ভুগছেন সন্দেশখালির মহিলারা। বিজেপি সন্দেশখালির পাঁচজন নির্যাতিতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাসতের সভায় নিয়ে যেতে চায়। তবে গেরুয়া শিবিরের দাবি, তাঁদের এই পরিকল্পনা বানচাল করতে চাইছে তৃণমূল। যদিও সে কথা উড়িয়ে দিয়েছে শাসক শিবির। কিন্তু নির্যাতিতাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর ডাক কি অস্বীকার করা সম্ভব? চাপ এলেও তাঁরা যাবেন।
সন্দেশখালির এক নির্যাতিতা টিভি ৯ বাংলাকে বললেন, “আমার ইচ্ছা অবশ্যই রয়েছে। মুখ্যমন্ত্রী ডাকলেও যাব। প্রধানমন্ত্রী ডাকলেও যাব। কিছু লোক সমস্যা তৈরি করছে। ওরা বললেও যাব। না বললেও যাব।” আরও এক নির্যাতিতা জানালেন, “ওরা বারণ করলেও যাব। আমাদের বারণ করবে কেন? চাপ এলেও যাব। এখানে কী কী হয়েছে প্রধানমন্ত্রীকে বলব।” তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত যদিও জানিয়েছেন, “এখন যদি বিজেপি-র লোকজন ভয় দেখান যে প্রধানমন্ত্রীর জনসভায় যেতে হবে। চাপ দেন। তাহলে ওনারা যাবেন। আমাদের কোনও আপত্তি নেই।”
প্রসঙ্গত, প্রায় দু’মাস সংবাদ শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। জমি দখল, বাড়ি ভাঙচুর, মহিলাদের ধর্ষণ, নিগ্রহ সহ একাধিক অভিযোগ উঠেছে। পথে নেমেছিলেন গ্রামের মেয়েরা। কখনও রাজ্যপালের কাছে, কখনও মহিলা কমিশন বা এসসি-এসটি কমিশনের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। আগামী ৬ মার্চ বুধবার বারাসতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই পাঁচ নির্যাতিতাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। তবে আদৌ তাঁরা দেখা করতে পারবেন কি না সে কথা সময়ই বলবে।