Suvendu Adhikari: সন্দেশখালিতে এবার ঘরভাড়া নিলেন শুভেন্দু, বললেন, ‘ওটা সেবাকেন্দ্র’

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Mar 05, 2024 | 9:59 AM

BJP: কয়েকদিনের জন্য হলেও প্রতিবেশি হবেন বিরোধী দলনেতা। খুশি স্থানীয় মহিলারা। সন্দেশখালির মহিলারা বলছেন, "আমাদের যে আতঙ্ক সেটা দূর হবে। কিছু হলে তাঁকে জানানো যাবে। শুনে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি।" তৃণমূল অধ্যুষিত সন্দেশখালিতে পুকুরপাড়া এখনও বামেদের শক্তপোক্ত জায়গা। সেই জায়গাতেই থাকবেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: সন্দেশখালিতে এবার ঘরভাড়া নিলেন শুভেন্দু, বললেন, ওটা সেবাকেন্দ্র
এই বাড়িটিই ভাড়া নিয়েছেন বিরোধী দলনেতা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালিতে আন্দোলনের রাশ ধরে রাখতে তৎপর বিজেপি। সেই আন্দোলনের ভূমিতে এবার বাড়ি ভাড়া নিলেন বিরোধী দলনেতা। ভোটের আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন মাসের জন্য বাড়ি ভাড়া নিয়েছেন বলে খবর। সন্দেশখালিতে জমি ফেরাতে তৃণমূল যখন বেশ সক্রিয়, তখনই সেখানে ঘাঁটি গড়ার কৌশল বিরোধী শিবিরের।

সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলেন, “সন্দেশখালির মাটিতে বিজেপিকে আরও শক্তিশালী করতে শুভেন্দু অধিকারী এই পরিকল্পনা নিয়েছেন। আমরা তিন মাসের জন্য বাড়িটি নিচ্ছি।”

কয়েকদিনের জন্য হলেও প্রতিবেশি হবেন বিরোধী দলনেতা। খুশি স্থানীয় মহিলারা। সন্দেশখালির মহিলারা বলছেন, “আমাদের যে আতঙ্ক সেটা দূর হবে। কিছু হলে তাঁকে জানানো যাবে। শুনে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি।” তৃণমূল অধ্যুষিত সন্দেশখালিতে পুকুরপাড়া এখনও বামেদের শক্তপোক্ত জায়গা। সেই জায়গাতেই থাকবেন শুভেন্দু অধিকারী।

এই বাড়িভাড়া নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “বাদল দাসের বাড়িতে সেবাকেন্দ্র করা হয়েছে। আমরা ভাড়া নিয়েছি। অত্যাচারিত মহিলাদের পাশে থাকা ও লিগাল সাপোর্ট দেওয়ার জন্য।”

সবথেকে বড় কথা, যিনি ঘর ভাড়া দিলেন তিনি আবার আদি তৃণমূল নেতা। বিরোধী দলনেতাকে ঘর ভাড়া দিয়ে তিনি বলছেন, “একটু ভয় করছে। তবে এখন আমরা ভয়কে জয় করে ফেলেছি। আমাদের একটাই সুর ছিল, পার্টি যে যাই করি, আন্দোলনই সব।” সন্দেশখালির চাহিদা বুঝিয়ে দিচ্ছেন বাড়িওয়ালাও।

Next Article