Mid Day Meal: এবার মিড ডে মিলে টিকটিকি, ১৪ শিশুকে পর্যবেক্ষণে রাখলেন চিকিৎসকরা

Mid Day Meal: জানা যাচ্ছে,  একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে টিকটিকি দেখতে পান এক অভিভাবক। যখন ওই অভিভাবক খাবারের মধ্যে টিকটিকি দেখতে পান তখন ওই খাবার রীতিমতো বিতরণ করা হয়ে গিয়েছে এবং সেই খাবার বেশ কিছু ছোট ছোট পড়ুয়ারা খেয়েও নিয়েছে।

Mid Day Meal: এবার মিড ডে মিলে টিকটিকি, ১৪ শিশুকে পর্যবেক্ষণে রাখলেন চিকিৎসকরা
মিড ডে মিলের খাবারে এটা কী? Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 4:13 PM

দেগঙ্গা: অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারে টিকটিকি। সেই খাবার আবার না জেনে খেয়েও ফেলেছে অনেকে। কিন্তু বিষয়টা যখন সামনে আসে, হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে।  আতঙ্কিত হয়ে সন্তানদের নিয়ে হাসপাতালে ছোটেন অভিভাবকরা । ১৪ জন খুদে পড়ুয়াকে পর্যবেক্ষণে রেখেথে স্বাস্থ্য কেন্দ্র। ঘটনাটি দেগঙ্গার উত্তরপারপাটনা এলাকার।

জানা যাচ্ছে,  একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে টিকটিকি দেখতে পান এক অভিভাবক। যখন ওই অভিভাবক খাবারের মধ্যে টিকটিকি দেখতে পান তখন ওই খাবার রীতিমতো বিতরণ করা হয়ে গিয়েছে এবং সেই খাবার বেশ কিছু ছোট ছোট পড়ুয়ারা খেয়েও নিয়েছে। এই খবর জানাজানি হওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। সঙ্গে সঙ্গে অভিভাবকরা তাদের শিশুদের দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও আতঙ্কিত  অভিভাবকরা।

এর আগে মিড ডে মিলে সাপ, ব্যাঙ, টিকটিকি, মাকড়সা পাওয়া গিয়েছে। অঙ্গণওয়াড়ি কেন্দ্রগুলোর চরম অবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। কেন্দ্র থেকে টিমও পরিদর্শন করে যায়। কিন্তু তারপরও যে একই অবস্থা রয়েছে, তার প্রমাণ মিলল এদিন।