উত্তর ২৪ পরগনা: মদন মিত্রের কাছে হুমকি ফোন। যে নম্বর থেকে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে হুমকি ফোন আসে বলে অভিযোগ, সেই ফোন নম্বরটি সোদপুরের বাসিন্দা পার্থশঙ্কর ঘোষের নামে নথিভুক্ত। ফোন নম্বরের সূত্র ধরে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল টিভিনাইন বাংলা। অভিযোগ শুনে হতবাক পার্থশঙ্করের মা। হাসছেন তিনি। তাঁর দাবি, “ছেলে তো এখানে থাকে না। আর আমার ছেলে তেমন নয়। পাড়ায় খোঁজ নিয়ে দেখুন।”
মদন মিত্র অভিযোগ করেন, “আমার কাছে রাত ১২টা ১৯ নাগাদ একটা ফোন আসে। মদন মিত্র আছেন। ফট করে বলছে কী রে তৃণমূলকে কামারহাটি থেকে উপড়ে দেব। বারবার ঘুরে ফিরে ফোনটা আসছে। রাত ১২টার পর থেকে আসছে। যখন নেশা ফেটে যাচ্ছে ফোন আসা বন্ধ। ওদের বক্তব্যই হচ্ছে মদন মিত্রকে গুলি করে মেরে দেব।” ফোন নম্বরটিও জানান মদন মিত্র।
সেই নম্বর ধরেই জানা যায়, ঘোলা থানা এলাকার মহম্মদ কালাচাঁদ রোডের বাসিন্দা পার্থশঙ্কর ঘোষের নামে এই সিমটি। বাবার নাম অমলচন্দ্র ঘোষ। পার্থ ঝাড়খণ্ডে একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করেন। পার্থকেও ফোন করেছিল টিভিনাইন বাংলা। পার্থশঙ্কর বলেন, “ওই নম্বরের সিমটা কোথায় আছে জানি না। আমি ছত্তীসগঢ় থাকি। পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি।”