খড়দা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) খড়দায় (Khardaha)। বাইকের (Bike Accident) সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত তিন বাইক আরোহী। উত্তেজনা আগরপাড়া তেতুলতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ। সূত্রের খবর, এদিন বাইক নিয়ে ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে যাচ্ছিল ২ যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন খুবই দ্রুত গতিতে ছুটছিল বাইকটি। আচমকা পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটির রোডে এক পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে।
বাইকে থাকা দুই যুবকই ছিটকে পড়েন রাস্তায়। পিক আপ ভ্যানে থাকা আর এক যুবকও ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। খবর যায় খড়দা থানায়। খড়দা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গ এক স্থানীয় বাসিন্দা বলছেন, “ওরা ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। রাস্তাতেই একটা পিকআপ ভ্যানে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়তেই দুজনের মৃত্যু হয়। আমি যখন দেখলাম তখনও একজনের হালকা শ্বাস-প্রশ্বাস চলছিল।”
আর এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, “ফুলস্পিডে আসছিল ওরা। পিকআপ ভ্যানের কাছে এসে ব্রেক মারার চেষ্টা করে। কিন্তু, ব্রেক ধরেনি। সজোরে ধাক্কা মারে পিক আপ ভ্যানটিতে। দুই যুবকই বাইক থেকে ছিটকে পড়ে। পিক আপ ভ্যানে একজন ছিল। সেও ছিটকে পড়ে।”