ব্যারাকপুর: রং খেলে বাড়ির কাছে গঙ্গার ঘাটে এসেছিল চার বন্ধু। এরইমধ্যে বান আসে। প্রবল জলের তোড়ে ভেসে যায় চারজনই। পরে একজন উঠে আসতে পারলেও এখনও খোঁজ নেই তিনজনের। রং খেলার শেষে পানিহাটি আশ্রম ঘাটে চার বন্ধু স্নান করতে নেমেছিল। হঠাৎই তলিয়ে যায় তিনজন।
সোমবার খড়দহ থানার আশ্রম ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। সেই সময় হঠাৎই বান আসে গঙ্গায়। চারজনই তলিয়ে যায়। তার মধ্যে একজন কোনওমতে সাঁতার কেটে উঠে আসে একজন। সে-ই এসে খবর দেয় বাকি তিনজন নিখোঁজ। এরপর ছুটে আসেন পরিবারের লোকেরা।
খবর দেওয়া হয় থানায়। পুলিশের বিরাট টিম এসে গঙ্গার ঘাটে পৌঁছয়। নামানো হয় ডুবুরিও। তল্লাশি শুরু হয়। নিখোঁজরা সকলেই পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামা দাস রোডের বাসিন্দা। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটতে ছুটতে আসেন। কান্নায় ভেঙে পড়েন কারও মা। কারও বাবা আবার ফোনে কথা বলতে বলতে ভেঙে পড়েন। দোলের দুপুরে কার্যত পানিহাটির এই গঙ্গার ধারে উদ্বেগ, আতঙ্কের আবহ। যারা নিখোঁজ, সকলেরই বাড়ি গঙ্গার ধার থেকে ৫-৬ মিনিটের দূরত্বে। রং খেলে চলে আসে এখানে। বাড়ির কেউ জানতেনও না।